ইউকেবেঙ্গলি - ৫ মে ২০১৪, সোমবারঃ ইউক্রেনে গৃহযুদ্ধের মধ্যে রুশ সীমান্তবর্তী দেশ এস্তোনিয়ায় আজ শুরু হয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর যুদ্ধ-অনুশীলন। এস্তোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অন্ততঃ ৬,০০০ সৈন্যের পাশাপাশি একটি ফরাসী সাইবার ইউনিটও অংশ নিচ্ছে তিন সপ্তা-ব্যাপী অনুষ্ঠিতব্য এ-সামরিক অনুশীলন।
এ-অনুশীলনে যুক্তরাষ্ট্র পাঠিয়েছে একটি বিমান ইউনিট, ব্রিটেইন ও লাটভিয়া পাঠিয়েছে ইনফ্যাণ্ট্রি কোম্পানি। ...»