বিস্ময়ের নয়
মিসরীয় রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারের গণ-অভ্যূত্থানের প্রেরণা পেয়ে, ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে শুরু করে বিশ্বের দেশে-দেশে, গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে ‘নন-ভায়োলেন্ট ডিফায়েন্স’ বা অহিংস অমান্যতার নব-আন্দোলনের যে ধারা তৈরী হয়েছে, তার বহতায় একদিন বাংলাদেশেও গড়ে উঠবে একটি আন্দোলন-চত্বর, এ-পূর্বোক্তি এসেছিলো দেড় বছর আগে ‘গণ-অভ্যূত্থানঃ রাজনৈতিক সুনামি’ শিরোনামের কলামেঃ ...»