মুম্বাইয়ের হামলার সাথে 'হিন্দু জায়নবাদী' ও 'পশ্চিমা জায়নবাদী' লোকজন জড়িত থাকার দাবী করেছেন পাকিস্তানের একজন নিরাপত্তা বিশ্লেষক। মঙ্গলবার পাকিস্তানের নিউজ ওয়ান চ্যানেলে দেয়া এক সাক্ষাতকারে জায়েদ হামিদ নামের এ-বিশ্লেষক দাবী করেন, মার্কিনীদের অনুকরণে নয়-এগারোর মতো করে মুম্বাই হামলাকে সাজাতে চাইলেও ভারতীয়রা ব্যর্থ হয়েছে। পার্লামেন্টের বিরোধী-দল মুসলিম লীগের (কিউ) এমপি মারভি মেমনও মুম্বাই হামলাতে পাকিস্তানের জড়িত থাকার ব্যাপারে ভারতীয় অভিযোগের কড়া সমালোচনা করেছেন।
ওয়ান চ্যানেলের মুঝে ইখতিলাফ হে (আমি ভিন্নমত পোষণ করি) অনুষ্ঠানে অংশগ্রহণ-কালে হামিদ বলেন, 'ওরা [মুম্বাইয়ের হামলাকারীরা ] দেখতে হিন্দুদের মতো। ওরা যেভাবে কথাবার্তা বলছিলো, কোনো পাকিস্তানী সেভাবে কথা বলে না।' মুম্বাইয়ের একজন হামলাকারীর হাতের কব্জিতে লাগানো গেরুয়া ব্যান্ডের উল্লেখ করে হামিদ জানান, এ-ধরণের ব্যান্ড ...»