ইউকেবেঙ্গলি, বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০১১ - মঙ্গালার্থে গোপন তথ্য প্রকাশ-করা ওয়েবসাইট উইকিলীকস্কে ২০১১ সালের নৌবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। উল্লেখ্য, এ-পুরস্কারের জন্য মনোনয়ের শেষ তারিখ গতকাল মঙ্গলবার উত্তীর্ণ হবার পর আজ বুধবার মনোনয়ন প্রস্তাবকারী নরওজিয়ান রাজনীতিক স্নৌরি ভ্যালেন তাঁর ব্লগে এ-তথ্য প্রকাশ করেন। ...»