সংবাদ পরিক্রমা
- আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রকল্প শুরু করলো তুরষ্ক
ইউকেবেঙ্গলি - ২৫ জুলাই ২০১২, বুধবারঃ মধ্য-প্রাচ্যে ক্রমাগত বেড়ে চলা যুদ্ধ-ঝুঁকির মাঝে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করার ঘোষণা দিয়েছে তুরষ্ক। প্রাথমিকভাবে এ-ক্ষেপণাস্ত্রের পাল্লা হবে আড়াই হাজার কিলোমিটার, যা পরবর্তীতে বাড়ানো হবে। খবর হুর্রিয়েত ডেইলী নিউজের।
দেশটির প্রধানমন্ত্রী তায়িপ এর্দোগানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিফেন্স ইণ্ডাস্ট্রী এক্সিকিউটিভ বৌর্ডের এক সভায় এ-ক্ষেপণাস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়া হয়। এর আগেও এর্দোগান একাধিকবার দূর-পাল্লার ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কথা বলেছেন। জানা গিয়েছে, এ-প্রকল্পে কারিগরি সহায়তা দিবে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত পূর্ব-ইউরোপের একটি রাষ্ট্র। তবে দেশটির নাম প্রকাশ করা হয়নি।
এ-প্রকল্প বাস্তবায়নে একটি উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণ করা হবে, যা দু'টো কাজে লাগবে। প্রথমতঃ এখান থেকে বেসামরিক উপগ্রহ উৎক্ষেপণ করা যাবে। দ্বিতীয়তঃ এ-কেন্দ্র থেকে তুর্কী সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারবে যা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে পরিভ্রমণ করতে পারবে। তবে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের অধিকারী হওয়াকেই এ-প্রকল্পের মূল লক্ষ্য বলে অভিহিত করেছে হুর্রিয়েত।
উল্লেখ্যঃ এ-মুহুর্তে মাত্র ছয়টি দেশ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের অধিকারী - রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ব্রিটেইন ও ইসরায়েল।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- উত্তর কোরিয়ার 'যে-কোনো স্থানে' আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র উন্মোচন দক্ষিণের
- আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতেরঃ পক্ষপাতিত্বের অভিযোগ পশ্চিমের বিরুদ্ধে
- ভারত-অনুগামী পাকিস্তানঃ পারমাণবিক বোমা বহন-ক্ষম 'শাহীন-১এ' ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
- উপগ্রহ উৎক্ষেপণে প্রস্তুত বলছে উত্তর কোরিয়াঃ ক্ষেপণাস্ত্র সন্দেহ করছে জাপ-মার্কিন-দক্ষিণ
- ইরাকের বিরুদ্ধে যেমন ব্লেয়ার, ইরানের বিরুদ্ধে তেমন ক্যামেরোনঃ হুমকি তৈরীর অভিযোগ