সংবাদ পরিক্রমা
- আন্তর্জাতিক কোম্পানীর নেতৃত্ব-দানে রুপার্ট মার্ডক উপযুক্ত ননঃ সিলেক্ট কমিটী
ইউকেবেঙ্গলি - ১ মে ২০১২, মঙ্গলবারঃ ‘মিডিয়া মুঘল’ নামে খ্যাত রুপার্ট মার্ডকের মালিকানাধীন নিউজ ইন্টারন্যাশনাল ও ফৌন হ্যাকিং কেলেঙ্কারির উপর হাউস অফ কমন্সের কালচার, মিডিয়া এ্যাণ্ড স্পৌর্ট সিলিকেট কমিটী আজ তার রিপৌর্ট প্রকাশ করেছে, যার উপসংহারে বলা হয়েছে যে, রুপার্ট মার্ডক বৃহৎ আন্তর্জাতিক কোম্পানী চালানোর জন্য উপযুক্ত নন।
১১-সদস্য বিশিষ্ট পার্লামেন্টের কালচার, মিডিয়া এ্যাণ্ড স্পৌর্ট কমিটীর মধ্যে কনসার্ভেটিভ পার্টির ৫ দসস্য রুপার্ট মার্ডকের পক্ষে এবং তার বিপরীতে লেবার পার্টির ৫ সদস্য এবং লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির একমাত্র সদস্য তাঁর বিরুদ্ধে অবস্থান গ্রহণের পরিণতিতে কমিটীর রায় হিসেবে তাঁকে অনপুযুক্ত ঘোষণা করে। সেই সাথে রুপার্ট মার্ডকের পুত্র জেইমস মার্ডকও ‘ইচ্ছাকৃত অজ্ঞতা’ দোষে দুষ্ট বলে চিহ্নিত করে।