সংবাদ পরিক্রমা
- আফগান ভূমি রক্ষার দায়িত্ব আফগানদেরইঃ প্রেসিডেন্ট হামিদ কারজাই
ইউকেবেঙ্গলি, ২৩ জুন ২০১১, বৃহস্পতিবারঃ আফগানিস্তান থেকে আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে এক-তৃতীয়াংশ সৈন্য প্রত্যাহার নির্দেশ করে মার্কিন-প্রেসিডেন্ট বারাক ওবামার বুধবারের ঘোষণাকে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বৃহস্পতিবার স্বাগত জানানোর অনুষঙ্গে বলেছেন তার দেশ রক্ষার দায়িত্ব তার জনগণের।
রাজধানী কাবুলে এক সংবাদ-সম্মেলনে প্রেসিডেন্ট কারজাই বলেন, ‘আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নেবার মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তকে আমি আজ স্বাগত জানাই এবং আমি মনে করি দু’দেশের স্বার্থের জন্য এটি একটি সঠিক সিদ্ধান্ত।’ তিনি বলেন, 'এ-সিদ্ধান্ত তাদের জন্য ভালো ও আফগানিস্তানের জন্যও ভালো এবং আমরা একে সমর্থন করি।'
আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীসমূহের শক্তি ও মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এবং আফগানিস্তানের ভবিষ্যত নিরপত্তা রক্ষার প্রশ্নে তার নির্ভরযোগ্য হয়ে গড়ে উঠছে বলে দাবী করেন প্রেসিডেন্ট কারজাই। তিনি বলেন, ‘আফগান সেনা-বাহিনী ও পুলিস-বাহিনীর উপর আফগানিস্তানের জনগণের আস্থা দিন-দিন বাড়ছে এবং এ-মাটি রক্ষার কাজও আফগানদের।
এদিকে, আফগান তালিবানদের পক্ষ থেকে বলা হয়েছে, এবছরের মধ্যে ১০,০০০ সৈন্য প্রত্যাহার প্রতীকি মাত্র। তারা ‘অর্থহীন রক্তক্ষয় বন্ধ’ করার জন্য আরও গুরু-পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিলো বলে দাবী করে।
সংবাদ-মাধ্যমে প্রকাশের জন্য প্রেরিত এক ই-মেইল বিবৃতিতে তালিবান বলে, ‘আফগানিস্তানের ইসলামিক আমিরাত এ-বিষয়টি আরও একবার স্পষ্ট করতে চায় যে, আফগান সঙ্কট সমাধান একমাত্র সকল বিদেশী সৈন্যের অতিসত্ত্বর প্রত্যাহার এবং তা না হওয়া পর্যন্ত আমাদের সশস্ত্র সংগ্রাম দিন-দিন বৃদ্ধি পাবে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- আফগানিস্তান আর হুমকি নয়ঃ দ্রুত সেনা-প্রত্যাহারের ঘোষণা প্রেসিডেন্ট ওবামার
- আফগানিস্তানে আত্মঘাতী বোমায় কমপক্ষে ৩৫ নিহতঃ দায়িত্ব স্বীকার করেনি কেউ
- লিবিয়া আক্রমণে এ-পর্যন্ত ব্যয় ২৫০ মিলিয়ন পাউন্ডঃ আরও চালাতে চান ক্যামেরোন
- লিবিয়ায় যুদ্ধ-বিরতির আহবান ইতালিরঃ যুক্তরাজ্য ও ফ্রান্সের নাকচ
- গাদ্দাফিকে ‘ক্ষমতা’য় রেখেই যুদ্ধবিরতি রাজনৈতিক সমাধান চান আরব লীগের প্রধান