সংবাদ পরিক্রমা
- আফগান মৃতদেহের মুখে মার্কিন সেনার প্রস্রাব করার ভিডিও প্রকাশঃ ব্যাপক নিন্দা
ইউকেবেঙ্গলি - ১২ জানুয়ারী ২০১২, বৃহস্পতিবারঃ ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে আজ বিশ্ববাসী দেখলো, আফগানিস্তানে তিনজন মৃত মানুষের মুখের উপর নির্বিকার প্রস্রাব করছেন চারজন মার্কিন সেনা, যা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন।
প্রেসিডেন্ট হামিদ কারজাই আজ বৃহস্পতিবার এ-ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে বলেন, ‘মার্কিন সেনাদের এ-কাণ্ড সম্পূর্ণরূপে অমানবিক এবং তীব্রতম ভাষায় নিন্দনীয়। আমরা সুস্পষ্টভাবে মার্কিন সরকারের কাছে এ-ভিডিও তদন্ত ও এ-অপরাধের অপরাধীকে খুঁজে বের করে কঠিনতম শাস্তি প্রয়োগ করার দাবী করছি।’
পশ্চিমা সংবাদ-মাধ্যম মৃতদেহগুলো তালিবান যোদ্ধাদের বলে অনুমান করছে, কিন্তু নিশ্চিত করতে পারেনি। ভিডিওতে দেখা যাচ্ছে, পূর্ণ যুদ্ধসাজে সজ্জিত চারজন মার্কিন সেনা তিনটি রক্তাক্ত লাশ ঘিরে দাঁড়িয়ে কৌতুকপূর্ণ উক্তি করার সাথে-সাথে তাদের মুখমণ্ডলে প্রস্রাব করছেন।
মৃতের প্রতি মার্কিন সেনাদের এহেন আচরণের তীব্র নিন্দা এবং এর প্রতিকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা। তিনি বলেন, ‘আমি এই ফুটেইজটা দেখেছি এবং এতে প্রকাশিত আচরণ সম্পূর্ণ নিন্দনীয়।’ তিনি আরও বলেন, ‘এহেন আচরণের সাথে যুক্ত-থাকা যাদের পাওয়া যাবে, তাদেরকে পূর্ণমাত্রায় জবাবদিহিতায় আনা হবে।’
প্রাথমিক পর্যায়ে জানা যায়, মৃতের মুখে প্রস্রাব করা সেনারা স্কাউট স্নাইপার টীম ফৌর-এর সদস্য, যা নর্থ ক্যারোলিনা-ভিত্তিক একটি মার্কিন ম্যারিনের একটি ইউনিট। তবে, এ-সেনারা এখন আর কর্মরত নন বলে জানিয়েছে আইএসএফ - ন্যাটোর নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি এ্যাসিস্ট্যান্স ফৌর্স।
আইএসএফ-এর বিবৃতিতে এ-ঘটনার তীব্র নিন্দা করে বলা হয়, ‘এ-কাণ্ডটি করেছে মার্কিন ব্যাক্তি বিশেষের একটি ছোট্ট দল, যারা দৃশ্যতঃ এখন আর আফগানিস্তানে চাকুরীতে নেই।’
রিপাবলিকান দলীয় মার্কিন সেনিটের আর্মড সার্ভিসেস কমিটীর প্রধান ও প্রাক্তন নৌ-অফিসার জন ম্যাক্কেইন বলেন, ভিডিওটি ‘আমাকে খুবই দুঃখভারাক্রান্ত করেছে।’
এদিকে, সংবাদ-মাধ্যমে তালিবানদের প্রকাশিত এক বিবৃতিতে মৃতের মুখে প্রস্রাব-কাণ্ডকে ‘সকল আন্তর্জাতিক মানবাধিকারের বিরুদ্ধে’ হিসেবে চিহ্নিত করে বলা হয়, ‘আফগানিস্তানে মার্কিনীরা যে কি ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত করছে, এটি তার একমাত্র উদাহরণ নয়।’ বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন সেনারা ভীতি ভয় ছড়াবার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত এবং এটি (মৃতের মুখে প্রস্রাব করা) একটি তার উদাহরণ-সমূহের মধ্যে একটি।’
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- আফগানিস্তান আর হুমকি নয়ঃ দ্রুত সেনা-প্রত্যাহারের ঘোষণা প্রেসিডেন্ট ওবামার
- তালিবান-মার্কিন অপোস-বৈঠকঃ আফগান প্রেসিডেন্টের পর জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- গাড়ী-বোমা হামলায় ইরানের পরমাণু-বিজ্ঞানী নিহতঃ ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ
- ইরানের বিরুদ্ধে গোপন 'নাশকতা যুদ্ধ' যুক্তরাষ্ট্র-ইসরায়েলেরঃ লস এ্যাঞ্জেলেস টাইম্স
- সিরিয়ার জল-সীমায় মুখোমুখি রাশিয়া-যুক্তরাষ্ট্রঃ আরেকটি যুদ্ধ কি প্রত্যাসন্ন?