সংবাদ পরিক্রমা
- আরও ভারতীয় বাস কিনছে বাংলাদেশঃ ব্যয় মেটাতে আছে ভারতের ঋণের টাকা
ইউকেবেঙ্গলি - ১৯ জুন ২০১২ মঙ্গলবারঃ ভারতের বাস প্রস্তুতকারক কোম্পানী অশোক লেল্যাণ্ড বাংলাদেশে আরও সাড়ে ছয় মিলিয়ন ডলারের বাস বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত করেছে। গতমাসে ১০০টি বাস কেনার চুক্তি হওয়ার পর বাংলাদেশের সড়ক পরিবহণ সংস্থা (বিআরটিসি)নতুন করে আরও ৮৮টি শীতাতপ-নিয়ন্ত্রিত বাস কিনতে চলেছে হিন্দুজা গ্রুপের এ-কোম্পানীটির কাছ থেকে।
এ-ক্রয় প্রকল্পে মোট খরচ পড়বে ৬.৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫৩ কোটি টাকা) যা, ভারতের দেয়া ১০০ কোটি ডলার ঋণের তহবিল থেকে মেটানো হবে। কোম্পানীটির ব্যবস্থাপনা পরিচালক বিনোদ দেশারির উদ্ধৃতি দিয়ে প্রেস ট্রাস্ট অফ ইণ্ডিয়া জানিয়েছে, এ-বিক্রয়াদেশের প্রাপ্তি কোম্পানীটির জন্য 'বিশ্বের প্রথম পাঁচ বাস-রপ্তানীকারক' হওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- ভারতের ঋণের টাকায় ভারতীয় বাস কিনছে বাংলাদেশঃ খরচ প্রায় ৫০ কোটি টাকা
- টিপাইমুখে নামতে পারেনি বাংলাদেশী পর্যবেক্ষক দলঃ ১৩ জনের ১০ জনই সাংবাদিক
- ভারত-অনুগামী পাকিস্তানঃ পারমাণবিক বোমা বহন-ক্ষম 'শাহীন-১এ' ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
- আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতেরঃ পক্ষপাতিত্বের অভিযোগ পশ্চিমের বিরুদ্ধে
- ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানী করবে বাংলাদেশ