সংবাদ পরিক্রমা
- আস্থা পেলো পাপান্দ্রেও সরকারঃ গ্রীস পেলো ১২০ বিলিয়ন ইউরোর বেইল-আউট
ইউকেবেঙ্গলি, ২৪ জুন ২০১১, শুক্রবারঃ সার্বভৌম-ঋণ সঙ্কটে পতিত গ্রীসের ৩০০-আসন পার্লামেন্টের অনাস্থা ভৌটে মধ্য-বামপন্থী প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেও’র পুনর্বিন্যস্ত সরকার মাত্র ১২ ভৌটের ব্যবধানে টিকে যাবার পর শুক্রবার ইউরোপীয়ান ইউনিয়নের নেতারা গ্রীসকে নতুন করে বেইল-আউটের যাত্রা শুরু করতে সম্মত হয়েছেন। আগামী সপ্তাহে পাপান্দ্রেওর মধ্য-বামপন্থী প্যানহেলিনিক সৌশ্যালিস্ট মুভমেন্ট সরকারের পরিকল্পিত কৃচ্ছতা প্রস্তাব পার্লামেন্টের ভৌটে গৃহীত হবে শর্তে গ্রীসের বেইল-আউটে একমত হয়েছে নেতারা।
চেক রিপাবলিকের রাজধানী প্রাগে অনুষ্ঠিত ইইউ’র এ-শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচি যদিও ইউরোপীয়ান অর্থনীতি, অভিবাসন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তৈরী, কিন্তু সার্বভৌম-ঋণ পরিশোধে অক্ষম গ্রীসে ইউরোজৌন ত্যাগে বাধ্য হলে আন্তর্জাতিক ব্যাংক-খাতে যে সঙ্কট তৈরী হবে তা সমাধানের উপায়ের উপরই ইইউ’র নেতৃবৃন্দকে ভাবিত করে রেখেছে।
ইউরোপীয়ান ইউনিয়নের সদস্য হলেও ব্রিটেইন যেহেতু একক-মুদ্রার ইউরোজৌনের মধ্যে নেই, তাই গ্রীসেকে দেয় ১২০ বিলিয়ন ইউরোর বেইল উদ্ধারে ব্রিটেইনের অবদান না-রাখার যৌক্তিকতা প্রধানমন্ত্রী ডেইভিড ক্যামেরোন সফলভাবে তুলে ধরেন, যা সিদ্ধান্ত আকারে শীর্ষ সম্মেলনে গৃহীত হয়।