সংবাদ পরিক্রমা
- ইতালিতে শক্তিশালী ভূমিকম্পঃ ধ্বংস হয়ে গিয়েছে মধ্যযুগের শহর আমাত্রিচে
ইউকেবেঙ্গলি - লণ্ডন, ২৪ অগাষ্ট ২০১৬, বুধবারঃ ইতালিতে আজ ভোরে অনুভূত এক শক্তিশালী ভূমিকম্পে অন্ততঃ দেড়শো মানুষ মারা গিয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে মধ্যযুগের স্মৃতিবাহী শহর আমাত্রিচে, যেখানে অন্ততঃ ৮০ জন প্রান হারান। এখনও বহু লোক ধ্বংসস্তুপের নীচে আটকা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।
ভূমিকম্প-প্রবণ কেন্দ্রীয় ইতালিতে সঙ্ঘটিত এ-দূর্ঘটনায় প্রায় সাড়ে তিনশো ব্যক্তি আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা শঙ্কাজনক। স্বাস্থ্যমন্ত্রী বিত্রিস ল'রেনজ়িন বলেছেন, নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাত্তেও রেন্ৎসি।
আমাত্রিচে শহরে মাত্র তিন দিন বাদেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বার্ষিক পাস্তা উৎসব সাগ্রা। এ-উৎসবকে কেন্দ্র করে বহু লোক অগ্রীম হাজির হয়েছিলেন সেখানে, যাদের অনেকেই শিকার হন এ-ভূমিকম্পের।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- ইতালির ভূকম্পঃ কমপক্ষে ৪ ব্যক্তি মৃত ও অর্ধশতাধিক আহত
- টাইটানিকের মতো জাহাজ-ডুবি ভূমধ্যসাগরেঃ নিশ্চিত মৃত ৩, নিখোঁজ ৪১
- তুরস্কের পার্বত্যাঞ্চলে ৭.২ মাত্রার ভূকম্পঃ সহস্র প্রাণহানির আশঙ্কা
- ওমর মুখতারের ত্রিপোলিঃ শতবছর পর একই আক্রমণ
- লিবিয়ায় 'হামলার বিপক্ষে' ছিলো ইতালিঃ 'বাধ্য হয়ে' যুদ্ধে গিয়েছিলেন প্রধানমন্ত্রী বার্লুস্কোনি