সংবাদ পরিক্রমা
- ইরানের পারমাণবিক-প্রকল্পে সাইবার হামলাঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের 'যৌথ অপারেশন'
ইউকেবেঙ্গলি - ১ জুন ২০১২, শুক্রবারঃ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ-ভাবে ইরানের ইউরেনিয়াম শোধন প্রকল্পে ব্যবহৃত কম্পিউটার-ব্যবস্থা ক্ষতিগ্রস্থ করতে তাতে স্টাক্সনেট ভাইরাস স্থাপণ করেছিলো। প্রভাবশালী নিউ ইয়র্ক টাইমস আজ এক প্রতিবেদনে এ-কথা জানিয়েছে। 'অপারেশন অলিম্পিক গেইমস্' নামের এ-নাশকতা অভিযানে প্রেসিডেন্ট ওবামা আজ অবধি তাঁর সমর্থন অব্যাহত রেখেছেন।
ক্ষমতা গ্রহণের প্রথম মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের উপরে সাইবার আক্রমণ বাড়ানোর আদেশ করেন, যা শুরু করেছিলেন তাঁর পূর্বসূরী জর্জ বুশ। ইরানের নাতাঞ্জ পরমাণু গবেষণা কেন্দ্রের কম্পিউটারগুলোতে এ-স্টাক্সনেট ভাইরাস ছড়িয়ে দেয়া হয়। ভাইরাসটি কম্পিউটার-ব্যবস্থার ক্ষতি সাধন করে ইউরেনিয়াম পরিশোধনের জন্য ব্যবহৃত সেন্ট্রিফিউজ-যন্ত্রের কার্যক্রম বাধাগ্রস্থ করে।
স্বয়ংক্রিয়ভাবে নিজের প্রতিলিপি তৈরি করে কম্পিউটার নেটওয়ার্কে ছড়িয়ে দিতে সক্ষম স্টাক্সনেট ২০১০ সালে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। একের পর এক নতুন-নতুন উন্নততর সংস্করণের স্টাক্সনেট হামলা করতে থাকে নাতাঞ্জে। সে-সময় ওখানে সক্রিয় ৫,০০০ সেন্ট্রিফিউজের মধ্যে ১,০০০-ই সম্পূর্ণ অথবা অংশতঃ বিকল হয়ে পড়ে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- গাড়ী-বোমা হামলায় ইরানের পরমাণু-বিজ্ঞানী নিহতঃ ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ
- ইরানের বিরুদ্ধে গোপন 'নাশকতা যুদ্ধ' যুক্তরাষ্ট্র-ইসরায়েলেরঃ লস এ্যাঞ্জেলেস টাইম্স
- ইরান ও লেবাননে ধরা পড়েছে সিআইএ'র গুপ্তচর-নেটওয়ার্ক
- ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর উপর আক্রমণ সাবেক গোয়েন্দা প্রধানের
- ধৃত ড্রৌনের নকল তৈরি করতে শুরু করেছে ইরানঃ 'অসম্ভব কাজ' দাবী যুক্তরাষ্ট্রের