সংবাদ পরিক্রমা
- ইরানের সামরিক ঘাঁটিতে বিষ্ফোরণঃ নাশকতা না দুর্ঘটনা?
ইউকেবেঙ্গলি - ১২ নভেম্বর ২০১১, শনিবারঃ আজ স্থানীয় সময় দুপুর ১টার পর-পর ইরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বড়ো ধরনের বিষ্ফোরণের খবর পাওয়া গিয়েছে। সংবাদ-সংস্থা 'আইএসএনএ জানিয়েছে, রাজধানী তেহরানের কেন্দ্র থেকে ১২ মাইল পশ্চিমে অবস্থিত রেভ্যুলুশনারী গার্ডের ঘাঁটিতে এ-ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত ১৭ জনের হতাহতের খবর পাওয়া গেছে।
বিষ্ফোরণের কারণে সৃষ্ট শক্-ওয়েভে তেহরানের পশ্চিমে অবস্থিত শহরতলীর অনেক ঘর-বাড়ির কাঁচের জানালা ভেঙ্গে গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে এএফপি। বিষ্ফোরণের বিকট-শব্দ তেহরানের কেন্দ্র থেকেও শুনতে পাওয়া গিয়েছে। সরকারী সূত্র জানিয়েছে, ঘটনাস্থলে এ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে।
স্থানীয় সাংসাদ হোসেন গারোসির উদ্ধৃতি দিয়ে ইরানের সংসদের ওয়েবসাইট জানিয়েছে যে, 'সামরিক ঘাঁটিটির অস্ত্রাগারের একটি অংশে বিষ্ফোরণ ঘটেছে'। উল্লেখ্য, ২০১০ সালের অক্টোবরেও পশ্চিম ইরানের খুর্রামাবাদে অনুরূপ একটি বিষ্ফোরণে ১৮ জনের প্রাণহানি হয়েছিলো।
এদিকে ইসরায়েলি পত্র-পত্রিকাতে গুজব চলছে যে, এ-ঘটনার পিছনে ইসরায়েলী বা যুক্তরাষ্ট্রের অথবা উভয়ের গুপ্তচরদের সম্মিলিত হাত রয়েছে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক জায়োনবাদী ব্লগার রিচার্ড সিলভার্স্টেইন নাম অনুল্লেখিত উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে দাবী করেছেন ইসরায়েলী গুপ্তচর-সংস্থা মোসাদ ইরানী চরমপন্থী সংগঠন মুজাহিদিন-ই-খালেক এর সাথে যোগসাজশে এ-বিষ্ফোরণ ঘটিয়েছে।