সংবাদ পরিক্রমা
- ইরানে বিষ্ফোরণঃ মৃতের সংখ্যা বেড়ে ৩৬
ইউকেবেঙ্গলি - ১৭ নভেম্বর ২০১১, বৃহস্পতিবারঃ ইরানের সামরিক-ঘাঁটিতে সংঘটিত বিষ্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩৬-এ দাঁড়িয়েছে। ইরানের সংবাদ-মাধ্যমের বরাত দিয়ে এ-খবর দিয়েছে ফরাসী বার্তা-সংস্থা এএফপি। ইরানে প্রকাশিত রিপৌর্টে নিহতদের নাম-পরিচয় জানানো হয়েছে। ঐ বিষ্ফোরণে ২৩ জন রেভ্যুলুশনারী গার্ড আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থাই সংকটাপন্ন।
গত শনিবার ইরানের রাজধানী তেহরানের অদূরে অবস্থিত সামরিক-ঘাঁটি 'বিদ গানেহ'তে ভয়াবহ এ-বিষ্ফোরণটি ঘটে। এ-ঘটনায় ইরানের দূরপাল্লার ক্ষেপনাস্ত্র প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা জেনারেল হাসান মোকাদ্দেম নিহত হন।
ইসরায়েলী সংবাদ-মাধ্যমগুলোতে জোর গুজব চলছে যে, এ-ঘটনার পেছনে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের গুপ্তচরদের হাত রয়েছে। যদিও ইরান শুরু থেকেই এ-ধরণের বক্তব্য প্রত্যাখ্যান করে দাবী করে আসছে যে এটি নিছকই একটি দুর্ঘটনা।
ইরানের সামরিক-বাহিনীর প্রধান জেনারেল হাসান ফিরোজাবাদী বলেছেন, 'ঐ-ঘাঁটিটিতে একটি পরীক্ষামূলক অস্ত্র নির্মাণ করা হচ্ছিল'। তিনি আরও জানিয়েছেন যে, 'দুর্ঘটনার' কারণে ঐ অস্ত্র-প্রকল্পটি দু'সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- ইরানের সামরিক ঘাঁটিতে বিষ্ফোরণ
- প্যালেস্টাইনে দ্বিরাষ্ট্রিক সমাধানঃ প্রাচীন নগর-রাষ্ট্রের জায়নবাদী সংস্করণ
- ইসরায়েলের মতঃ অনাবশ্যক মধ্যপ্রাচ্য শান্তি চতুষ্টয় ভালোর চেয়ে মন্দই করেছে বেশি
- জাতিসংঘের কাছে প্যালেস্টাইন-রাষ্ট্র স্বীকৃতির আনুষ্ঠানিক আবেদন মাহমুদ আব্বাসের
- মধ্যপ্রাচ্যে পূর্ণ-মাত্রিক যুদ্ধ সমুপস্থিতঃ ইসরায়েলী মিলিট্যারী কমান্ডারের হুঁশিয়ারি