সংবাদ পরিক্রমা
- ইরান জনসংখ্যা দ্বিগুণ করবেঃ বাতিল হলো সকল জন্মনিয়ন্ত্রণ প্রকল্প
ইউকেবেঙ্গলি - ২২ এপ্রিল ২০১৩, সোমবারঃ টানা কুড়ি বছর কঠোরভাবে জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ করার পর এবার জনসংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে ইরান। এ-লক্ষ্যে এক-সন্তানের পরিবারগুলোকে আরও শিশুর জন্ম দিতে আগ্রহী করতে দেড়লাখ স্বাস্থ্য-কর্মী ঘরে-ঘরে গিয়ে উৎসাহ দিবে।
বর্তমানে ইরানের জনসংখ্যা প্রায় সাড়ে সাত কোটি; যা দেশটির নেতৃবৃন্দ 'যথেষ্ঠ নয়' বলে মনে করছেন। তাই বার্ষিক ১৫শো কোটি ডলারের জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে - শুরু করা হচ্ছে 'জনবিষ্ফোরণ অভিযান'।
যদিও গত শতকে ইরানের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে, তথাপি সাম্প্রতিক বছরগুলোতে এ-হার কমে এসেছে। এর পেছনে রয়েছে প্রধানতঃ সরকারী জন্ম নিয়ন্ত্রণ প্রকল্পগুলো। বিজ্ঞানীদের হিসেবমতে, বর্তমান হারে জনসংখ্যা বাড়লে ইরানের মোট লোক-সংখ্যা দশ কোটিতে পৌঁছুতে ২০৫০ সাল পর্যন্ত লেগে যাবে।
উল্লেখ্য, গত দুই দশক ধরে ইরানে সরকারীভাবে ব্যাপক জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হয়ে এসেছে। রাষ্ট্রীয়ভাবে কণ্ডোম উৎপাদন ও নিঃখরচায় ভ্যাসেক্টমির মতো ব্যবস্থা প্রচলিত ছিল শহর ও গ্রামে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’র সুস্পষ্ট উল্লেখ ভাষ্যেঃ ইরান অগ্রাঘাত করতে পারে ইসরায়লের উপর
- ইরানে উচ্চমাত্রার ভূ-কম্পনঃ পাকিস্তান-ভারতেও ঝাঁকুনি
- যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমারু মোতায়েন কোরিয়ায়ঃ 'যুদ্ধাবস্থা' ঘোষণা উত্তরের
- ইরানের সাথে পরমাণু-প্রকল্প নিয়ে আলোচনাঃ ছাড় দিতে রাজি ছয় পরাশক্তি
- মহাকাশে বানর পাঠিয়েছে ইরান