সংবাদ পরিক্রমা
- 'ইসরায়েলী সেনাবাহিনী সিরিয়া আক্রমণের প্রস্তুতি নিচ্ছে' - প্রতিরক্ষা-মন্ত্রী এহুদ বারাক
ইউকেবেঙ্গলি - ২১ জুলাই ২০১২, শনিবারঃ ইসরায়েলের প্রতিরক্ষা-মন্ত্রী এহুদ বারাক নিশ্চিত করেছেন যে, তাঁর সেনাবাহিনী সিরিয়া আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। দেশটির প্রভাবশালী পত্রিকা জেরুজালেম পৌস্ট বারাকের উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে যে, সিরিয়ার বাশার আল-আসাদের সরকার পতন হলে ইসরায়েল দেশটিতে সামরিক অভিযান চালাবে।
পতন-পূর্বে সিরিয়ার সরকার বিমান-প্রতিরক্ষার ভূমি-থেকে-আকাশে কিংবা ভূমি-থেকে-ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল এবং রাসায়নিক অস্ত্রের ভাণ্ডার লেবাননের হিজবুল্লাহকে দিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েল। 'যে মুহূর্তে আসাদের পতন ঘটতে শুরু করবে সে-মুহূর্তেই' কাজ শুরু করবেন, বলেছেন এহুদ বারাক ।
গত বৃহস্পতিবার প্রতিরক্ষা-মন্ত্রী গোলান মালভূমি সফর করেছেন, যা ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল সিরিয়ার কাছ থেকে দখল করে নেয় এবং এখনো ফেরত দেয়নি। ভৌগলিক কারনে গোলান ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে সিরিয়ার অভ্যন্তরে গুপ্তচরবৃত্তি করতে সুবিধা হয়।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- সিরিয়ায় 'ইসলামবাদী বিদ্রোহীদের আত্মঘাতি' হামলাঃ খ্রিষ্টান প্রতিরক্ষা-মন্ত্রী নিহত
- ‘প্রথম-আলো’র আজগুবি খবরঃ ‘বিলাসিতার অভিযোগে কারাগারে সিরিয়ার ফার্স্ট লেডি!’
- পিছু হটছে আল-কায়েদাঃ জাতিসঙ্ঘের অনুমতি ছাড়াই সিরিয়া আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র
- সিরিয়াতে গোপনে তৎপর ব্রিটিশ ও কাতারী সৈন্যঃ দাবী ইসরায়েলী ওয়েবসাইটের
- 'সমগ্র ইসরায়েল' ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায়ঃ ইরানী সামরিক কমাণ্ডার