সংবাদ পরিক্রমা
- ইসরায়েলের মতঃ অনাবশ্যক মধ্যপ্রাচ্য শান্তি চতুষ্টয় ভালোর চেয়ে মন্দই করেছে বেশি
ইউকেবেঙ্গলি - ১৭ অক্টোবর ২০১১, সোমবারঃ ইসরায়েলী পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যান রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে সোমবারে দেয়া এক সাক্ষাতকারে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় বাইরের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করে মিড-ইস্ট পীস কুয়ার্টেট বা শান্তি চতুষ্টয়কে দূরে থাকতে বলেন। তিনি ইসরায়েল-প্যালেস্টাইনের সমস্যাকে দ্বিপাক্ষিক দাবী করে শান্তি চতুষ্টয়ের হস্তক্ষেপ ভালোর চেয়ে মন্দই করেছে বলে মন্তব্য করেন।
লিবারম্যান বলেন, ‘যদি কেউ তাঁর শান্তিরক্ষার মেধাকে কাজে লাগাতে চান, তাহলে আজকাল বিশ্বের অন্যান্য স্থানে তা করার প্রচুর সুযোগ রয়েছে। কাশ্মীরকে নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা রয়েছে, উত্তর কোরিয়কে ঘিরে উত্তেজনা রয়েছে, এবং অবশ্যই আফগানিস্তান, ইয়ামেন ও সিরিয়ার পরিস্থিতিতো আছেই।’
তিনি বলেন, ‘বিশ্ব সম্প্রদায় ইসরায়েল-প্যালেস্টাইনী পথে খুব বেশি তৎপর। এ-সমস্যা সমাধানের পথ হচ্ছে প্রত্যক্ষ আলোচনা এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের আলোচ্যসূচি ও সংবাদমধ্যম থেকে প্রসঙ্গটিকে প্রত্যাহার করা।’
উল্লেখ্য, মধ্যপ্রাচ্য শান্তি চতুষ্টয়ের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয়ান ইউনিয়ন, জাতিসংঘ ও রাশিয়া।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- জাতিসংঘের কাছে প্যালেস্টাইন-রাষ্ট্র স্বীকৃতির আনুষ্ঠানিক আবেদন মাহমুদ আব্বাসের
- মধ্যপ্রাচ্যে পূর্ণ-মাত্রিক যুদ্ধ সমুপস্থিতঃ ইসরায়েলী মিলিট্যারী কমান্ডারের হুঁশিয়ারি
- জাতিসংঘে রাষ্ট্রত্বের স্বীকৃতির আবেদন করছে প্যালেস্টাইনঃ কূটনীতি চলছে আটকাবার
- মধ্যপ্রাচ্যের ‘স্পয়েল্ড চাইল্ড’ ইসরায়েলঃ তেল-আবিবের সাথে সম্পর্ক স্থগিত আঙ্কারার
- জনতার রোষে কায়রোর ইসরায়েলী দূতাবাস ভাঙ্গনঃ কূটনীতিকদের আকাশপথে উদ্ধার