সংবাদ পরিক্রমা
- উদ্দেশ্য স্মরণ করানোঃ স্বাধীনতা দিবসে কাবুল ব্রিটিশ কাউন্সিলে তালিবান হামলা
১৯ অগাস্ট ২০১১, শুক্রবার, ইউকেবেঙ্গলির সংবাদ-সংক্ষেপঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের ব্রিটিশ কাউন্সিলে আজ শুক্রবার সকালে তালিবান যোদ্ধারা আত্মঘাতী বোমা হামলা এবং প্রায় অর্ধদিবস ধরে বন্দুক যুদ্ধ চালিয়ে অন্ততঃ নয় ব্যক্তিকে হত্যা করেছে। তালিবান তরফ থেকে বলা হয়েছে, ব্রিটিশ নিয়ন্ত্রণ থেকে স্বাধীনতা অর্জনের দিবস ১৯১৯ সালের ১৯ অগাস্ট স্মরণ করিয়ে দেবার জন্য এ-আক্রমণ করা হয়।
লন্ডনে আজ প্রধানমন্ত্রী ডেইভিড ক্যামেরোন এ-আক্রমণকে ‘জঘন্য ও কারপুরুষোচিত’ আখ্যায়িত করে বলেছেন, এ-আক্রমণ ব্রিটেইনকে ‘আফগানিস্তানে আনার চেষ্টা’ থেকে বিরত করতে পারবেন না।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- আফগান প্রেসিডেন্টের ভাই ওয়ালি কারজাই দেহরক্ষীর হাতে হতঃ কৃতিত্ব দাবী তালিবানের
- তালিবান-মার্কিন অপোস-বৈঠকঃ আফগান প্রেসিডেন্টের পর জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রৌন-আক্রমণঃ সন্দেহিত ২৩ জঙ্গী নিহত
- আফগানিস্তানে আত্মঘাতী বোমায় কমপক্ষে ৩৫ নিহতঃ দায়িত্ব স্বীকার করেনি কেউ
- আফগান ভূমি রক্ষার দায়িত্ব আফগানদেরইঃ প্রেসিডেন্ট হামিদ কারজাই