সংবাদ পরিক্রমা
- কক্সবাজারে বৌদ্ধ-বসতি ও উপাসনালয়ে এক দল মুসলমানের হামলা ও অগ্নিসংযোগ
ইউকেবেঙ্গলি - ৩০ সেপ্টেম্বর ২০১২, রোববারঃ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ফেইসবুকে 'বৌদ্ধ যুবকের কোরান অবমাননার' কথিত অভিযোগে গতকাল রাতে কক্সবাজারের বৌদ্ধ বসতি ও উপাসনালয়ে তাণ্ডব চালিয়েছে ইসলামবাদীরা।
রাত ১১টার দিকে শুরু হওয়া এ-হামলা চলে রোববার ভোর পর্যন্ত। এতে রামু উপজেলার ৭টি বৌদ্ধ-মন্দির, প্রায় ৩০টি বসত-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি-সংযোগ করা হয়েছে। আক্রান্ত স্থাপনাগুলোতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় অধিবাসীরা।
বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্র ও শিল্পমন্ত্রী আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন। তবে হামলার মুখে গৃহত্যাগে বাধ্য হওয়া নাগরিকেরা এখনও নিজ-নিজ বসতিতে ফিরে আসতে পারেননি বলে জানা গিয়েছে।