সংবাদ পরিক্রমা
- কোরিয়া উপদ্বীপে দক্ষিণকে সাথে নিয়ে মার্কিন যুদ্ধ-মহড়াঃ 'নীরব যুদ্ধ-ঘোষণা' দাবী উত্তরের
ইউকেবেঙ্গলি - ২৭ ফেব্রুয়ারী ২০১২, সোমবারঃ কোরীয় উপদ্বীপে আজ থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক-মহড়া 'কী রিসল্ভ' শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র একে নিয়মিত কার্যক্রমের অংশ ও প্রতিরক্ষামূলক বলে দাবী করেছে। পক্ষান্তরে, উত্তর কোরিয়া একে 'নীরব যুদ্ধ-ঘোষণা' বলে মনে করছে।
মার্কিন-দক্ষিণ কোরিয়ার যৌথ অংশগ্রহণে এটিই এ-যাবৎকালের সর্বাপেক্ষা বৃহৎ সামরিক মহড়া। দুই লাখ দক্ষিণ কোরীয় সেনার সাথে স্থল ও জল-যুদ্ধের এ-মহড়ায় অংশ নিচ্ছে ২,১০০ মার্কিন সেনা, যা চলবে আগামী ৯ই মার্চ পর্যন্ত। আরও ৮০০ বাড়তি মার্কিন সেনাও এতে যোগ দেবে বলে জানিয়েছে কোরিয়া টাইমস।
উত্তর কোরিয়া এ-মহড়াকে 'যুদ্ধ-প্ররোচনা' ও উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে 'নীরব যুদ্ধ-ঘোষণা' বলে চিহ্নিত করেছে। দেশটির নতুন নেতা কিম জং-উন সম্ভাব্য যুদ্ধ-প্রস্তুতি জানতে সামরিক বাহিনী পরিদর্শন করে পাল্টা আক্রমণের জন্য তৈরী থাকতে নির্দেশ দিয়েছেন সেনাদেরকে।
উল্লেখ্যঃ ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধের সময় থেকে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা অবস্থান করছে, বর্তমানে যার সংখ্যা ২৮,৫০০।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলের মৃত্যুঃ দেশবাসীর শোক, দক্ষিণের সতর্কাবস্থা
- 'পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার বাড়াতে পারে রাশিয়া' বললেন, উপ-প্রতিরক্ষামন্ত্রী
- তৃতীয় বিশ্বযুদ্ধ ও বিমূঢ় বাঙালী
- সিরিয়া-সংঘাতঃ জাতিসংঘে পশ্চিমা-জোটের প্রস্তাবনায় চীন ও রাশিয়ার ভিটো
- ইরানী বিজ্ঞানী হত্যায় মার্কিন ও ব্রিটিশ সংশ্লিষ্টতার অভিযোগঃ দু-দেশকে চিঠি