সংবাদ পরিক্রমা
- ক্ল্যার্কের উপর ক্যামেরোনের চাপঃ অপরাধের ৫০% শাস্তি-হ্রাস প্রস্তাব সম্পূর্ণ বাতিল
ইউকেবেঙ্গলি, ২০ জুন ২০১১, সোমবারঃ জাস্টিস সেক্রেটারী কেনিথ ক্ল্যার্ক বিচার বিভাগের ব্যয় সাশ্রয়ের উদ্দেশ্য কারাবন্দী সংখ্যা কমানোর জন্য ‘আগে দোষ স্বীকার করলে ৫০% শাস্তি হ্রাস’ করার যে প্রস্তাব করেছিলেন, তার সম্পূর্ণরূপে বাদ দিতে হলো সমালোচনার ভয়ে ভীত প্রধানমন্ত্রী ডেইভিড ক্যামেরোনের চাপে।
কনসার্ভেটিভ-লিবডেমের জোট সরকার জাতীয় স্বাস্থ্য পরিষেবা এনএইচএস সংস্কারের জন্য এ-বছরের শুরুতে পরিবর্তনের প্রস্তাব করে তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত গত সপ্তাহে ‘ইউ-টার্ন’ করার পর বিচার বিভাগের কারাদণ্ড-নীতিতেও একই কাজ করতে বাধ্য হচ্ছে।
দু-সপ্তাহ আগে শাস্তি হ্রাস নীতিতে প্রধানমন্ত্রীর রথের চাকা উল্টো ঘুরাবার কালে ধারণা করা হয়েছিলো, সাংঘাতিক অপরাধের জন্য বর্তমান বিধান অপরিবর্তিত রেখে অন্যান্য অপরাধের জন্য ৫০% শাস্তি হ্রাসের ক্ল্যার্ক-প্রস্তাব প্রযোজ্য থাকবে। কিন্তু সর্বশেষ প্রাপ্ত খবরে জানা যায়, ক্ল্যার্কের কোনো প্রস্তাবই আর থাকছে না।
মঙ্গলবার প্রধানমন্ত্রী তার ১০ নম্বর ডাউনিং স্ট্রীটের দপ্তরে আহুত এক সংবাদ-সম্মেলনে তার পরিপূর্ণ নীতিমালা ঘোষণা করবেন।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- প্রধানমন্ত্রী ক্যামেরোন, লিবিয়াতে একটি 'ইউ-টার্ন' মারুন!
- অপরাধ-দণ্ডে উল্টো-মোচড়ঃ নতুন দণ্ড-নীতির রূপরেখা ঘোষণা ক্যামেরোনের
- গ্রেফতারে ফ্রী-সলিসিটর সবাই পাবেন নাঃ আরও একটি সর্বজনীন অধিকার বিলীন হচ্ছে
- সুপারমার্কেটের উপাত্তে প্রকাশঃ ব্রিটেনের প্রতিটি সংসার গড়ে মাসে ৬০ পাউন্ড দরিদ্রতর
- বিমান-প্রধানের হুঁশিয়ারিঃ লিবিয়া-আক্রমণ চলতে থাকলে বিমান-বাহিনী দুর্বল হবে