সংবাদ পরিক্রমা
- গাড়ী-বোমা হামলায় ইরানের পরমাণু-বিজ্ঞানী নিহতঃ ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ
ইউকেবেঙ্গলি - ১১ জানুয়ারী ২০১২, বুধবারঃ ইউরেনিয়ামের উন্নততর-শোধন প্রক্রিয়া শুরু করার ৪৮ ঘন্টার মধ্যে ইরানের একজন উচ্চপদস্থ পরমাণু-বিজ্ঞানী গাড়ী-বোমার বিষ্ফোরণে নিহত হয়েছেন। অজ্ঞাত দুই মোটরসাইকেল-আরোহী নাতাঞ্জ ইউরেনিয়াম শোধন-কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর মোস্তফা আহমেদি রোসানের গাড়ীতে বোমা জুড়ে দিয়ে পালিয়ে যায়, যার বিষ্ফোরণে তিনি প্রাণ হারান। খবর এপি ও রয়টার্সের।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, দু'জন মোটরসাইকেল-আরোহী 'রসায়ন বিশেষজ্ঞ' মোস্তফার গাড়ীতে চৌম্বক-আকশির মাধ্যমে একটি বোমা জুড়ে দিয়ে দ্রুত সরে পড়ে। বিষ্ফোরণে গাড়ির অন্য একজন আরোহী আহত ও একজন পথচারী নিহত হয়েছেন। উল্লেখ্য, মোসফা আহমেদি রোসান তেহরানের একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবেও কাজ করতেন।
ইরানী কর্তৃপক্ষ এ-ঘটনার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। ঘটনার পর-পর ইরানের সংসদে অনুষ্ঠিত এক অধিবেশনে দেশ-দু'টোর প্রতি নিন্দা জ্ঞাপন করা হয়েছে। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন মন্তব্য পাওয়া যায়নি।
গত দু'বছরে এ-নিয়ে ৪জন ইরানী পরমাণু-বিজ্ঞানী রহস্যজনকভাবে নিহত হলেন। ২০১০ এর নভেম্বরে প্রকাশ্য দিবালোকে একই ধরণের দু'টি পৃথক বোমা-হামলায় একজন বিজ্ঞানী নিহত ও অন্য একজন গুরুতর আহত হন। ইরান মনে করে, সে-ঘটনা দু'টোতেও ইসরায়েল সরাসরি জড়িত ছিলো, যদিও ইসরায়েল বরাবরই তা অস্বীকার করে আসছে।
পর্যবেক্ষকগণ মনে করছেন, ইরানের পরমাণু প্রকল্প বন্ধ বা বাধাগ্রস্ত করতে ইসরায়েলের স্বীকৃত 'গোপন নাশকতা' কার্যক্রমের অংশ এ-বোমা-হামলা।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- ইরান ও লেবাননে ধরা পড়েছে সিআইএ'র গুপ্তচর-নেটওয়ার্ক
- ইরানের বিরুদ্ধে গোপন 'নাশকতা যুদ্ধ' যুক্তরাষ্ট্র-ইসরায়েলেরঃ লস এ্যাঞ্জেলেস টাইম্স
- উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যেঃ লেবানন-ইসরায়েলের গোলা বিনিময়, ইরানের হুমকি
- সিরিয়ার জল-সীমায় মুখোমুখি রাশিয়া-যুক্তরাষ্ট্রঃ আরেকটি যুদ্ধ কি প্রত্যাসন্ন?
- 'সমগ্র ইসরায়েল' ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায়ঃ ইরানী সামরিক কমাণ্ডার