সংবাদ পরিক্রমা
- গুজরাত গণহত্যাঃ বিজেপির কোড়নানির ২৮ বছর, বজরঙ্গীর আমৃত্যু কারাদণ্ড
ইউকেবেঙ্গলি - ৩১ অগাস্ট ২০১২, শুক্রবারঃ ২০০২ সালে গুজরাতের নারোড়া পাতিয়ায় সঙ্ঘটিত 'মুসলিম গণহত্যা' মামলার গত বুধবার প্রকাশিত রায়ের পরিপ্রেক্ষিতে আজ দোষীদের শাস্তির ঘোষণা দিয়েছে আদালত। ভারতের জাতীয়তাবাদী ডানপন্থী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র এমপি ও প্রাক্তন মন্ত্রী মায়া কোড়নানিকে মোট ২৮ বছর ও হিন্দু মৌলবাদী সংগঠন বজরঙ দলের নেতা বাবু বজরবঙ্গীকে আমৃত্যু কারা-ভোগের নির্দেশ দেয়া হয়েছে।
কোড়নানির শাস্তির মধ্যে ১৪ বছর ব্যায়িত হবে হত্যা ও ষড়যন্ত্রের দোষে এবং বাকি ১০ বছর অগ্নিসংযোগের দায়ে।
দোষী-সাব্যস্ত মোট ৩২ জন মধ্যে ৭ জনের ২১ বছর করে কারাদণ্ড নির্ধারিত হয়েছে। বাকী ২২ জন দোষীকে সাধারণ যাবজ্জীবন অর্থাৎ ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত।বিচারক জোৎস্না যাগ্নিক বলেন, 'সাম্প্রদায়িক সহিংস কাণ্ডগুলো বর্বর, অমানবিক ও লজ্জাষ্কর'। তিনি সাম্প্রদায়িক দাঙ্গাকে ভারতের সাংবিধানিক সেক্যুলারিজমের উপর চেপে বসা এক 'ক্যান্সার' বলে অভিহিত করে বলেন, 'নারোদার দুর্ঘটনা ভারতের সংবিধানের ইতিহাসের এক কালো অধ্যায়' ।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- গুজরাতে 'মুসলিম গণহত্যা' মামলার রায়ঃ বিজেপির প্রাক্তন মন্ত্রী-সহ ৩২ জন দোষী সাব্যস্ত
- ভারতে দুর্নীতি-বিরোধী আন্দোলক গ্রেফতারঃ দেশ-জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ
- বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতা হারানোর আশঙ্কা ভারতেরঃ পদ্মা-সেতু অর্থায়নের সম্ভাবনা
- অন্তঃকলহ নিরসনে মমতার নতুন নীতিঃ পশ্চিমবঙ্গে 'এক কারখানা এক ট্রেইড ইউনিয়ন'
- ভারতের পাহাড়ী পথে বাস পথচ্যুত হয়ে খাদেঃ বছরে সড়ক-দূর্ঘটনায় ১,১০,০০০ মৃত্যু