সংবাদ পরিক্রমা
- গ্রীসে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটঃ বেকারত্ব ২০ শতাংশের নিচে আনতে ১০ বছর লাগবে
ইউকেবেঙ্গলি - ২ সেপ্টেম্বর ২০১৩, সোমবারঃ ইতোমধ্যে দু'বার বেইল-আউট ঋণ নিতে বাধ্য হওয়া গ্রীসে এ-মুহূর্তে প্রতি একশো জনে সাতাশ জনেরও বেশি বেকার। দেশটির অর্থনীতির সম্ভাব্য ভবিষ্যত সংক্রান্ত একটি প্রতিবেদনের ফাঁস হওয়া কিছু অংশ থেকে জানা গিয়েছে এ-বেকারত্ব ২০ শতাংশের নিচে নামতে আরও অন্ততঃ ১০ বছর লাগবে।
গ্রীসের বৃহত্তম ট্রেইড ইউনিয়ন জিএসএসই-এর গবেষণা-অঙ্গ দ্য লেবার ইন্সটিটিউটের তৈরি করা প্রতিবেদনটির বরাত দিয়ে এথেন্স-মেসেডোনিয়া নিউজ এজেন্সি গ্রীক অর্থনীতির এ-হতাশাজনক চিত্র প্রকাশ করেছে । আগামী কয়েকদিনের অর্থনীতি সম্পর্কিত অনুরূপ সরকারী প্রতিবেদনও প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদন মতে, বেকারত্ব ১০% এর নিচে নামিয়ে আনতে অন্ততঃ ২০ বছর লাগবে। এ-সময়ের মধ্যে বৃহৎ যে-সব বিনিয়োগ আশা করা হচ্ছে, তা হবে প্রধানতঃ প্রযুক্তি-খাতে, যেখানে তুলনামূলকভাবে কম কর্মসংস্থান হবে।
লেবার ইন্সটিটিউটের প্রতিবেদনটিতে আরও বলা হয়, গ্রীক কর্মীরা ইতোমধ্যেই তাদের ক্রয়ক্ষমতার ২৫% মূল্য হারিয়েছেন। গবেষকরা আশঙ্কা করেছেন, বর্তমান অবস্থা চলতে থাকলে ২০১৪ সালের মধ্যে কর্মীদের হৃত ক্রয়ক্ষমতা ৫০% ছাড়িয়ে যেতে পারে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- গ্রীসের রাষ্ট্রীয় সম্পদ বিক্রিঃ 'ন্যূনতম রাষ্ট্রীয় মালিকানা' আইন বাতিল
- সাইপ্রাসের ১০ বিলিয়ন ইউরোর বেইল-আউটঃ সুদ যোগাতে জনগণের সঞ্চয়ে করারোপ
- স্পেইনে চার দশকের মধ্যে সর্বোচ্চ বেকারত্বঃ প্রতি দু'জন তরুণের একজন কর্মহীন
- বেইল-আউট চায় সাইপ্রাসঃ আইএমএফ ও ইইউ'র চেয়ে রুশ ঋণ-প্রস্তাব বেশি গ্রহণীয়
- ইউরো ত্যাগের সম্ভবনা গ্রীসেরঃ আপদ-কালীন পরিকল্পনা করছে ইইউ কেন্দ্রীয় ব্যাঙ্ক