সংবাদ পরিক্রমা
- ছড়িয়ে পড়ছে সিরিয়ার গৃহযুদ্ধঃ লেবাননে শিয়া-সুন্নি সংঘর্ষে ৭ নিহত
ইউকেবেঙ্গলি - ২১ অগাস্ট ২০১২, মঙ্গলবারঃ সিরিয়ার প্রতিবেশি লেবাননে সুন্নি ও শিয়া সম্প্রদায়ভূক্ত আলাওয়াইত মুসলমানদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে অন্ততঃ ৭ ব্যাক্তির প্রাণহানি ঘটেছে। গত দু'দিন ধরে চলা এ-সংঘর্ষের মধ্য দিয়ে স্পস্টতঃ সিরিয়ার গৃহযুদ্ধ শিয়া-সুন্নি সংঘাতে রূপ নিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নিরাপত্তা বাহিনী ও চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা-সংস্থা রয়টার্স জানিয়েছে সোমবার সন্ধ্যে থেকে শুরু হওয়া এ-সহিংসতায় এ-পর্যন্ত শতাধিক ব্যাক্তি আহত হয়েছেন। দেশটির ত্রিপোলি শহরের বাব আল-তাব্বানেহ্ এলাকায় শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বন্দুক-যুদ্ধের সূত্রপাত হয়। এ-সময় গ্রেইনেডও ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পরিস্থিতি সামাল দিতে লেবাননের সরকার সেনা মোতায়েন করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রচারিত এক সংবাদ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আহতদের মধ্যে ১০ জন সেনা-সদস্যও রয়েছেন।
উল্লেখ্য, সিরিয়ার আলাওয়াইত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে প্রধানতঃ দেশটির সুন্নি চরমপন্থীরা পশ্চিমা পরাশক্তিগুলোর সহায়তা নিয়ে সশস্ত্র বিদ্রোহে লিপ্ত রয়েছে। বিদ্রোহীদের মধ্যে রয়েছে লিবিয়া, ইরাক, পাকিস্তান, আফগানিস্থান, সুদান-সহ আরও বিভিন্ন দেশ থেকে আসা আল-কায়েদা সন্ত্রাসীরা।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- সিরিয়ার সংঘাত লেবাননেঃ শিয়া গোত্র আটক করেছে তুর্কী ও সিরীয় সুন্নি যোদ্ধা
- 'ইসরায়েলী সেনাবাহিনী সিরিয়া আক্রমণের প্রস্তুতি নিচ্ছে' - প্রতিরক্ষা-মন্ত্রী এহুদ বারাক
- সিরিয়ার জল-সীমায় মুখোমুখি রাশিয়া-যুক্তরাষ্ট্রঃ আরেকটি যুদ্ধ কি প্রত্যাসন্ন?
- ব্রিটেইন ও জার্মানীর গোয়েন্দারা কাজ করছেন সিরিয়ার আল-কায়েদা বিদ্রোহীদের পক্ষে
- সিরিয়ার বিমান বিধ্বস্তঃ ইসলামী মৌলবাদীরা আবারও পেয়েছে মার্কিন স্টিঙ্গার মিসাইল?