সংবাদ পরিক্রমা
- জাতিসংঘের কাছে প্যালেস্টাইন-রাষ্ট্র স্বীকৃতির আনুষ্ঠানিক আবেদন মাহমুদ আব্বাসের
ইউকেবেঙ্গলি - ২৩ সেপ্টেম্বর ২০১১, শুক্রবারঃ ব্যাপক কূটনৈতিক দোলচালের মধ্যে শেষ পর্যন্ত আজ শুক্রবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্যালেস্টাইনের রাষ্ট্রত্বের স্বীকৃতির জন্য অনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের কাছে। সংঘের সাধারণ পরিষদ প্রকিয়াগত বিলম্ব ঘটিয়ে সিদ্ধান্ত নিবে এবং এর মধ্যে ইসরায়েলের সাথে শান্তি-আলোচনার টেবিলে ফিরে গিয়ে আপোসের মধ্যে দিয়ে প্যালেস্টাইন রাষ্ট্র বাস্তব রূপ লাভ করবে - এই ফর্মূলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ‘শ্যাম-রাখি-না-কূল-রাখি’ সঙ্কটের আপাতঃ সমধান হয়েছে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- জাতিসংঘে রাষ্ট্রত্বের স্বীকৃতির আবেদন করছে প্যালেস্টাইনঃ কূটনীতি চলছে আটকাবার
- মধ্যপ্রাচ্যে পূর্ণ-মাত্রিক যুদ্ধ সমুপস্থিতঃ ইসরায়েলী মিলিট্যারী কমান্ডারের হুঁশিয়ারি
- জনতার রোষে কায়রোর ইসরায়েলী দূতাবাস ভাঙ্গনঃ কূটনীতিকদের আকাশপথে উদ্ধার
- মধ্যপ্রাচ্যের ‘স্পয়েল্ড চাইল্ড’ ইসরায়েলঃ তেল-আবিবের সাথে সম্পর্ক স্থগিত আঙ্কারার
- মিশরের সীমান্তরক্ষী হত্যা করেছে ইসরায়েলঃ তেল-আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার কায়রোর