সংবাদ পরিক্রমা
- তুরষ্কের প্রস্তাবে পরমাণু আলোচনায় ইরান রাজীঃ মার্কিন-প্রস্তুতি ও ক্যামেরোন সৌদি সফরে
ইউকেবেঙ্গলি - ১৩ জানুয়ারী ২০১২, শুক্রবারঃ সামরিক সংঘর্ষের অব্যাহত আশঙ্কার মধ্যে তুরষ্কের দেয়া পরমাণু-প্রকল্পের বিষয়ে আলোচনা পুনারায় শুরু করার প্রস্তাব গ্রহণ করেছে ইরান। তুরষ্ক সফররত ইরানী সংসদের স্পীকার আলি লারিজানির মন্তব্যের বরাত দিয়ে এ-খবর জানিয়েছে বিবিসি। তুরষ্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে ভাষণ দান-কালে এমন কথা জানান আলি।
আলি বলেন, 'আলোচনার মাধ্যমে দর-কষাকষির গ্রহণযোগ্য ফল বের হতে পারে, যদি তা খেলা না হয়'। পরমাণু-প্রকল্পে নিয়ে পশ্চিমা পরাশক্তিগুলোর সাথে ইরানের আলোচনা গত বছর বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, মার্কিন নেতৃত্বধীন পশ্চিমী দেশগুলো বলছে, ইরান পরমাণু-অস্ত্র বানাতে চেষ্টা করছে। অন্যদিকে ইরান বরাবর বলে আসছে যে, তারা পারমাণবিক শক্তি শান্তিপূর্ণভাবে বিদ্যুত উৎপাদন ও চিকিৎসা-বিজ্ঞানের গবেষণার ব্যবহার করতে চায়।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেইভিড ক্যামেরোন এ-মুহূর্তে সৌদি আরব সফর করছেন। প্রধানমন্ত্রী হিসেবে ক্যামেরোনের এটিই প্রথম সৌদি সফর। সেখানে তিনি বাদশাহ আব্দুল্লাহ ও রাজকুমার নায়েফ-সহ রাজ-পরিবারের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।
অন্যদিকে, ইসরায়েলের সামরিক বিশ্লেষক ম্যাগাজিন দেবকাফাইল জানাচ্ছে, যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। কুয়েতে ২টি পদাতিক ও ১টি হেলিকপ্টার ব্রিগেডের মাধ্যমে অন্ততঃ ১৫ হাজার সৈন্যের সমাবেশ ঘটিয়েছে তারা। এছাড়াও আরব সাগরে অবস্থান করছে ২টি বিমানবাহী রণতরী।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- তেহরানে ক্ষুব্ধ ছাত্রদের ব্রিটিশ দূতাবাস দখলঃ ব্রিটেইন-ইরান পারস্পরিক দূত-বহিষ্কার
- সিরিয়ার জল-সীমায় মুখোমুখি রাশিয়া-যুক্তরাষ্ট্রঃ আরেকটি যুদ্ধ কি প্রত্যাসন্ন?
- বিমান-প্রধানের হুঁশিয়ারিঃ লিবিয়া-আক্রমণ চলতে থাকলে বিমান-বাহিনী দুর্বল হবে
- গাড়ী-বোমা হামলায় ইরানের পরমাণু-বিজ্ঞানী নিহতঃ ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ
- ২০১১ সালে ২০০ কোটি কর্ম-ঘন্টা বিনা-পারিশ্রমিকে খেটেছেন ব্রিটিশ কর্মীরা