সংবাদ পরিক্রমা
- দক্ষিণ এশিয়ায় মার্কিন বিশেষ-সেনা উপস্থিতিঃ ভারতের অস্বীকার ও বাংলাদেশের নীরবতা
ইউকেবেঙ্গলি - ২ মার্চ ২০১২, শুক্রবারঃ যুক্তরাষ্ট্রের একজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানিয়েছেন ভারত ও বাংলাদেশ-সহ দক্ষিণ এশিয়ার ৫টি দেশে সক্রিয় রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর স্পেশাল ফৌর্সের একটি দল। প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলে নিযুক্ত মার্কিন 'প্যাসিফিক কমাণ্ড' বা প্যাকমের কমাণ্ডার এ্যাডমিরাল রবার্ট উইলার্ড গতকাল কংগ্রেসে এ-তথ্য প্রদান করেন।
অন্যান্য যে-দেশের কথা উইলার্ড বলেছেন সেগুলো হচ্ছে শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ। ভারতের কমিউনিস্ট পার্টি এ-ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে কেন্দ্রীয় সরকারের কাছে এর ব্যাখ্যা দাবী করেছে।
ভারত সরকার দ্রুততার সাথে উইলার্ডের এ-দাবী অস্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন কমাণ্ডারের ভারতকে জড়িয়ে এ-দাবী 'তথ্যগতভাবে ভ্রান্ত'। মন্ত্রণালয়ের ঐ মুখপাত্র আরও জানান, 'ভারতে এ-ধরণের কোনো মার্কিন সেনা-দল অতীতেও অবস্থান করেনি, বর্তমানেও করছে না'।
বাংলাদেশের কয়েকটি সংবাদ-মাধ্যমে ইতোমধ্যেই এ-সংবাদ প্রকাশিত হয়েছে। অবশ্য এ-প্রসঙ্গে দেশটির সরকারের কোন আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। ফলে জানা সম্ভব হয়নি মার্কিন সেনারা বাংলাদেশে ঠিক কী করছে, এ-জন্য পার্লামেন্টের অনুমতি নেয়া হয়েছিলো কি-না, কতোদিন ধরে তারা অবস্থান করছে, আরও কতদিন থাকবে ইত্যাদি জরুরী প্রশ্নের উত্তর।
মধ্যপ্রাচ্য ও এশিয়ার সাথে ইউরোপ ও আমেরিকার নৌ-বাণিজ্য, বিশেষতঃ জ্বালানী ও অন্যান্য বাণিজ্য-দ্রব্যাদি পরিবহণে, ভৌগলিক অবস্থানের কারণেই দক্ষিণ এশিয়ার উল্লিখিত দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা-অংশীদারীত্বের গুরুত্ব উত্তরোত্তর বাড়ছে বলে মন্তব্য করেন উইলার্ড।
প্রসঙ্গতঃ গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা অস্ট্রেলিয়া সফরকালে মার্কিন সামরিক ও পররাষ্ট্র-নীতি এখন থেকে প্রশান্ত-মহগাসাগরীয় অঞ্চলে ঝুঁকার ঘোষণা দেন। চীন এ-ঘটনায় সতর্ক নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলো। একই বছর বার্মায় রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক কর্মকাণ্ড লক্ষ্য করা গিয়েছে, যার অংশ হিসেবে পররাষ্ট্র-মন্ত্রী হিলারি ক্লিন্টন বার্মা সফর করেছেন। দৃশ্যতঃ যুক্তরাষ্ট্র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের উপস্থিতি ও প্রভাব দ্রুততার সাথে বৃদ্ধি করছে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানী করবে বাংলাদেশ
- গৃহযুদ্ধের মধ্যেও সিরিয়ায় গণভৌট অনুষ্ঠিতঃ নতুন সংবিধানের পক্ষে ৮৯% সমর্থন
- কোরিয়া উপদ্বীপে দক্ষিণকে সাথে নিয়ে মার্কিন যুদ্ধ-মহড়াঃ 'নীরব যুদ্ধ-ঘোষণা' দাবী উত্তরের
- অপুষ্টিতে বাংলাদেশে ৫-বছরের কম বয়েসী শিশুদের প্রায় অর্ধেকের বৃদ্ধি রহিতঃ গার্ডিয়ান
- বাংলাদেশ ও ভারতীয় হ্যাকারদের পারস্পরিক আক্রমণঃ সাইবার-যুগের প্রতিবাদের ভাষা?