সংবাদ পরিক্রমা
- ন্যাটৌর বোমায় ৮৫ বেসামরিক লিবিয় নিহতঃ ৩ দিনের শোক ঘোষণা
ইউকেবেঙ্গলি - ১২ অগাস্ট শুক্রবারঃ পশ্চিম-লিবিয়ার স্লিটান শহরে ন্যাটৌর বিমান থেকে বর্ষিত বোমায় নিহত হয়েছে কমপক্ষে ৮৫ জন বেসামরিক লিবিয় নাগরিক। গত বুধবারে সংঘটিত এ হামলায় নিহতের মধ্যে অন্তত ৩২ শিশু ও ২০ নারী রয়েছেন। নিহতদের স্মরণে লিবিয়ার সরকার ৩ দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
কিন্তু ন্যাটৌ এ হত্যায় দায় নিতে অস্বীকার করেছে। এক সংবাদ সম্মেলনে ন্যাটৌর মুখপাত্র কর্নেল রৌলান্ড ল্যাভোয়ি বলেছেন 'আমরা মিলিটারি টার্গেটে আক্রমণ করেছি'। তিনি মনে করেন নিহতরা 'বেসামরিক ব্যাক্তি' নন। বিশ্লেষকরা মনে করছেন, স্পষ্টতঃ ন্যাটৌ এ মিথ্যা-দাবীর মাধ্যমে যুদ্ধাপরাধ সংঘটনের দায় থেকে বাঁচতে চাইছে।
উল্লেখ্য, গত পাঁচ মাস ধরে ব্রিটেইন, ফ্রান্স ও আমেরিকার নেতৃত্বে ন্যাটৌ লিবিয়ার বিদ্রোহীদেরকে সাহায্যার্থে সরকারের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে। চলমান এ-আক্রমণে এখন পর্যন্ত প্রায় দেড়-হাজার বেসামরিক লিবিয় নিহত হয়েছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- লিবিয়ায় 'হামলার বিপক্ষে' ছিলো ইতালিঃ 'বাধ্য হয়ে' যুদ্ধে গিয়েছিলেন প্রধানমন্ত্রী বার্লুস্কোনি
- লক্ষ-লোকের সমাবেশে গাদ্দাফিঃ লিবিয়ার জনতা এ-লড়াই ইউরোপে নিয়ে যেতে সক্ষম
- লিবিয়ায় যুদ্ধ-বিরতির আহবান ইতালিরঃ যুক্তরাজ্য ও ফ্রান্সের নাকচ
- গাদ্দাফিকে ‘ক্ষমতা’য় রেখেই যুদ্ধবিরতি রাজনৈতিক সমাধান চান আরব লীগের প্রধান
- ন্যাটোর হামলায় লিবিয়াতে আরও মৃত্যুঃ বিশ্বজুড়ে অসন্তোষ