সংবাদ পরিক্রমা
- পাঁচ বছরের কৃচ্ছতার প্রতিশ্রুতিঃ বিনিময়ে বেইল-আউটের অর্থ প্রাপ্তি গ্রীসের
ইউকেবেঙ্গলি - ২১ ফেব্রুয়ারী ২০১২, মঙ্গলবারঃ জাতীয় দেউলিয়াত্ব থেকে রেহাই পাবার লক্ষ্যে ১৩০ বিলিয়ন ইউরো মুদ্রার প্রাপ্তির মূল্য হিসেবে গ্রীসকে পাঁচ বছর কৃচ্ছতা সাধন করতে হবে বলে সাব্যস্ত হয়েছে, যদিও গ্রীসের জনগণ এর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছেন।
গ্রীসে যখন অগ্নিগর্ভ আন্দোলন চলছে বেতন ও পেনসনের পরিমাণ কর্তনের বিরুদ্ধে, তখন প্রধানমন্ত্রী লুকাস প্যাপাদেমো এবং অর্থমন্ত্রী ইভাঙ্গেলোস ভেনিযেলোস দীর্ঘ ১২ ঘন্টা আলাপ-আলোচনা ও দরদস্তুরের পর মঙ্গলবার বিকেল ৫টায় ‘বিভীষিকাময় পরিস্থিতি এড়াবার’ লক্ষ্যে পাঁচ বছর মেয়াদী কৃচ্ছতা কর্মসূচির ব্যাপারে একমত হয়েছেন।
ইউরোপীয়ান ইউনিয়নের অর্থনৈতিক ও মুদ্রা বিষয়ক কমিশনার, ‘গ্রীস এক দশক তার সাধ্যের বাইরে জীবন নির্বাহ করেছে’ বলে উল্লেখ করে জানান, দেশটির অর্থনীতির প্রতিযোগিতা ও প্রবৃদ্ধির জন্য সাংঘাতিক মাত্রায় বেতন হ্রাস খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে, সরকারী এ-সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গ্রীসের ট্রেইড ইউনিয়নগুলো আগামী বুধবারের জন্য সধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।