সংবাদ পরিক্রমা
- পাকিস্তানে বেনজির ভূট্টো হত্যা মামলায় সাবেক সেনা-প্রধান পারভেজ মুশাররফ অভিযুক্ত
ইউকেবেঙ্গলি - ২০ অগাস্ট ২০১৩, মঙ্গলবারঃ পাকিস্তানের সাবেক সেনা-শাসক পারভেজ মুশাররফের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার অভিযোগ আনা হয়েছে। মুশাররফের আইনজীবী এ-অভিযোগকে 'ভিত্তিহীন' বলে মন্তব্য করেছেন।
পাকিস্তানের ইতিহাসে বহুবার সেনাবাহিনী কর্তৃক ক্ষমতা দখলের নজির থাকলেও বর্তমান বা প্রাক্তন কোনো সেনা-প্রধানের আনুষ্ঠানিকভাবে কোনও মামলায় অভিযুক্ত হওয়া এ-ই প্রথম। ১৯৯৯ সালে এক সামরিক ক্যু'র মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সরিয়ে ক্ষমতা দখল করেন মুশাররফ। নির্বাচনে বিজয়ী হয়ে শরীফ এখন পুনরায় প্রধানমন্ত্রী হয়েছেন।
২০০৭ সালের ডিসেম্বরে রাওয়ালপিণ্ডিতে এক নির্বাচনী সফরে থাকা অবস্থায় মিসেস ভুট্টোকে অজ্ঞাত বন্দুকধারীরা হত্যা করে - সে-সময় রাষ্ট্র-ক্ষমতায় আসীন ছিলেন মুশাররফ। জাতিসঙ্ঘের এক প্রতিবেদনে বলা হয়েছিলো যে, বেনজিরের মৃত্যু ঠেকানো যেতো, কিন্তু মুশাররফের সরকার তাঁর প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করেনি।
মুশাররফের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। এগুলো হচ্ছে, হত্যা, হত্যা-ষড়যন্ত্র ও হত্যার সুযোগ করে দেয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবী চৌধুরী আজহার বার্তা-সংস্থা এএফপিকে বলেন, "আদালতে মুশাররফকে অভিযোগগুলো পড়ে শুনানো হয়। তিনি সকল অভিযোগ অস্বীকার করেছেন"। আগামী ২৭ অগাস্ট পর্যন্ত আদালত আবার বসবে।