সংবাদ পরিক্রমা
- পিছু হটছে আল-কায়েদাঃ জাতিসঙ্ঘের অনুমতি ছাড়াই সিরিয়া আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র
ইউকেবেঙ্গলি - ৫ মার্চ ২০১২, সোমবারঃ সিরিয়ার সরকারী সেনাদের পাল্টা-আক্রমণের মুখে একের পর এক দখলকৃত শহর থেকে পিছু হটছে বিদ্রোহী-যোদ্ধারা। এ-অবস্থায় 'যুক্তরাষ্ট্র জাতিসঙ্ঘের অনুমতি ছাড়াই সিরিয়া আক্রমণের প্রস্তুতি নিচ্ছে', আশরাক আল-আসওয়াত সংবাদপত্রের বরাত দিয়ে এ-খবর পরিবেশন করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ।
লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের আদলে গঠিত সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের যোদ্ধাদের মধ্যে রয়েছে পক্ষ-বদলকারী কিছু সরকারী সেনা এবং লিবিয়া, আফগানিস্তান, ইরাক ও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ থেকে আসা আল-কায়েদা যোদ্ধারা। এমনকি দৃশ্যতঃ বিদ্রোহীদের পক্ষাবলম্বনকারী পশ্চিমা দেশগুলোও স্বীকার করছে সিরিয়ার আল-কায়েদার যোদ্ধাদের উপস্থিতি।
গতমাসে সিরিয়ার সংঘটিত দু'টো বড়ো ধরণের বোমা-হামলার ঘটনাকে আল-কায়েদার কাণ্ড বলে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াও একাধিকবার বলেছে আল-কায়েদার যোদ্ধারা সিরিয়ার সরকারের বিরুদ্ধে লড়াই করছে।
যুক্তরাষ্ট্রের সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে আশরাক আল-আসওয়াত জানিয়েছে সিরিয়ার মার্কিন সামরিক সংশ্লিষ্টতার শুরুতে সিরিয়া-তুরষ্ক সীমান্তে একটি নিরাপদ বাফার বা প্রাবর-অঞ্চল প্রতিষ্ঠা করা হবে, যার মধ্য দিয়ে শরণার্থীরা তুরষ্কে যেতে পারবে। পরবর্তী প্রয়োজন হলে ন্যাটোর সদস্য তুরষ্কও এ-সামরিক অভিযানে অংশ নিতে পারবে।
যুক্তরাষ্ট্রের পরিকল্পনার দ্বিতীয় অংশে রয়েছে সিরিয়ায় বিমান-উড্ডয়নে অবরোধ তৈরি করে বোমারু বিমানের মাধ্যমে আক্রমণ পরিচালনা করা। ১৯৯৯ সালে কসোভোতেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একই পদ্ধতিতে সার্বিয়ার বিরুদ্ধে বিমান হামলা করেছিল ন্যাটো।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- গৃহযুদ্ধের মধ্যেও সিরিয়ায় গণভৌট অনুষ্ঠিতঃ নতুন সংবিধানের পক্ষে ৮৯% সমর্থন
- সিরিয়াতে গোপনে তৎপর ব্রিটিশ ও কাতারী সৈন্যঃ দাবী ইসরায়েলী ওয়েবসাইটের
- সিরিয়া-সংঘাতঃ জাতিসংঘে পশ্চিমা-জোটের প্রস্তাবনায় চীন ও রাশিয়ার ভিটো
- গাড়ী-বোমা হামলায় ইরানের পরমাণু-বিজ্ঞানী নিহতঃ ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ
- সিরিয়ার জল-সীমায় মুখোমুখি রাশিয়া-যুক্তরাষ্ট্রঃ আরেকটি যুদ্ধ কি প্রত্যাসন্ন?