সংবাদ পরিক্রমা
- পূর্ব-ইউক্রেনে উগ্র ডানপন্থীদের গুলিতে প্রাণহানিঃ রুশ সেনার আবেদন স্লাভিয়ান্সকের মেয়রের
ইউকেবেঙ্গলি - ২০ এপ্রিল ২০১৪, রোববারঃ ইউক্রেনের চলমান রাজনৈতিক উত্তেজনা নিরসনে গত ১৭ তারিখে জেনেভায় ইউক্রেন-ইইউ-যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি চতুর্পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও উন্নয়ন ঘটেনি পরিস্থিতির। বরং গতরাতে বিচ্ছিন্নতাকামী স্লাভিয়ান্সক শহরে গোলাগুলিতে ৫ জনের প্রাণহানির পর শহরটির মেয়র রুশ কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার আবেদন করেছেন।
ক্রিশ্চান ধর্মীয় উৎসব ঈস্টারের মধ্যে বিচ্ছিন্নতাবাদীদের উপর হামলা না-করার অঙ্গীকার করেছিলো ইউক্রেনের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু গতরাতে স্লাভিয়ান্সকের একটি চেকপৌস্টে বন্দুকধারীরা হামলা করলে সাময়িক শান্ত-পরিস্থিতিতে বিঘ্ন ঘটেছে। সরকার-বিরোধীরা দাবি করেছে, ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী রাইট সেক্টর মিলিশিয়ারা চালিয়েছিলো এ-হামলা।
দ্য গার্ডিয়ান জানিয়েছে কিয়েভের কেন্দ্রীয় সরকারের দাবি তাদের সেনাবাহিনী এ-সপ্তাহান্তে কোনো আক্রমণ করেনি। উগ্র জাতীয়তাবাদীদেরকেও সন্দেহ থেকে রেহাই দিয়ে তারা বলছে রাশিয়ার সেনা-গোয়েন্দা সংস্থা এ-হামলার পেছনে রয়েছে। তবে রাশিয়া এ-অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, কিয়েভ উগ্রবাদীদেরকে নিরস্ত্র করতে ব্যর্থ হয়েছে। রুশ কর্তৃপক্ষ মনে করছে পশ্চিমা-সমর্থিত সরকারের মিত্র রাইট সেক্টরই এ-হামলার পেছনে রয়েছে।
হামলাস্থলে রাইট সেক্টরের সাথে সংযোগ-নির্দেশকারী কিছু নিদর্শন প্রাপ্তির কথা জানিয়েছে কয়েকটি রুশ টিভি চ্যানেল। এর মধ্যে রয়েছে 'জঙ্গি' এ-দলটির একজন নেতা দিমিত্রি ইয়ারোশের একটি বিজনেস কার্ড, তাদের প্রতীকাঙ্কিত একটি পদক, ১০০ ডলারের একটি চকচকে নৌট, জার্মানীর তৈরি একটি মেশিনগান ইত্যাদি। রাইট সেক্টর এ-ঘটনায় তাদের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছে।
পূর্ব ইউক্রেনের স্লাভিয়ান্সক-সহ অন্ততঃ দশটি শহরে সরকার-বিরোধী বিক্ষোভকারীরা অনেকগুলো প্রশাসনিক ভবন দখল করে রেখেছে প্রায় দুই সপ্তা ধরে। গত মঙ্গললবার কেন্দ্রীয় সরকার বিদ্রোহ দমনে সেনা-মিলিশিয়া যৌথ বাহিনী পাঠায়। অবশ্য পাঠানো সেনাবাহিনীর একটি ইউনিটের অন্ততঃ ছয়টি সাঁজোয়া যান-সহ প্রায় ৬০ জন সৈনিক বিদ্রোহীদের পক্ষে যোগ দেয়।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- ইউক্রেনের নতুন ইউরোপন্থী কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ পূর্ব ও দক্ষিণাঞ্চলেঃ যুদ্ধ-প্রস্তুতি পরীক্ষণ রুশদের
- ইউক্রেনের প্রেসিডেণ্ট অপসারিতঃ ইইউ-যুক্তরাষ্ট্র সন্তুষ্ট, তীব্র সমালোচনা রাশিয়ার
- ইউক্রেনে সরকার-বিরোধীদের বিরুদ্ধে সেনা-অভিযান শুরুঃ যুক্তরাষ্ট্রের সমর্থন, রাশিয়ার নিন্দা
- পূর্ব ইউক্রেনে সরকারি-বিরোধীদের বিক্ষোভ দমনে সেনা-অভিযানের প্রস্তুতিঃ গৃহযুদ্ধের আশঙ্কা রাশিয়ার
- ক্রাইমিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি পুতিনেরঃ রাশিয়া ও ক্রাইমিয়ার উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও ইইউ'র