সংবাদ পরিক্রমা
- বাংলাদেশে পোশাক-কারখানায় আবারও অগ্নিকাণ্ডঃ অন্ততঃ ১০ জন জীবন্ত দগ্ধ
ইউকেবেঙ্গলি - ৯ অক্টোবর ২০১৩, বুধবারঃ ঢাকার অদূরে গাজীপুরের একটি পোশাক-কারখানায় অগ্নিকাণ্ডে অন্ততঃ ১০ কর্মী নিহত হয়েছে। গত বছর নভেম্বরে অনুরূপ একটি অগ্নিকামণ্ডে ১২১ জন কর্মী মারা গিয়েছিলো এবং এ-বছরের এপ্রিলে রানা প্লাজা নামের একটি কারখানা-ভবন ধ্বসে পড়ে ১১৩০ জন প্রাণ হারায়।
পলপল গ্রুপের মালিকানাধীন আসওয়াদ নিটিং এ্যাণ্ড ডায়িং নামের কারখানাটিতে গতকাল গভীর রাতে আগুন লাগে। টানা দশ ঘণ্টার চেষ্টায় দমকল-কর্মীরা আগুন নেভাতে সক্ষন হয়, তবে ততোক্ষণে দগ্ধ হয়ে গিয়েছে অনেকে। নিহতদের মধ্যে শ্রমিক ছাড়াও রয়েছেন কারখানার ব্যবস্থাপক রাশেদুজ্জামান মণ্ডল।
দূর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা জায়নি। তবে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় অনলাইন সংবাদপত্র বিডিনিউজটোয়েণ্টিফোর জানিয়েছে, বিকেল ৫টার দিকে নীচতলার বয়লারে আগুন লেগে দ্রুত তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। সরকারী কর্তৃপক্ষ জানিয়েছে, এ-ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খানকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটী গঠন করা হয়েছে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- বাংলাদেশে পোশাক-কারখানার ভবন ধসে ১০০ নিহতঃ বেশিরভাগই নারী শ্রমিক
- বাংলাদেশে পোশাক-কারখানায় অগ্নিকাণ্ডে ১২১ শ্রমিকের মৃত্যুঃ লণ্ডনের দ্য ওয়ার্কার্স ইন্টারেস্ট গ্রুপের নিন্দা ও প্রতিবাদ
- রানা প্লাজা ধসঃ ক্ষতিপূরণে অসম্মত কোম্পানীর বিরুদ্ধে বিক্ষোভ লণ্ডনে
- সাভারে কারখানার ধ্বংসস্তুপ থেকে ১৭ দিন পর জীবিত কর্মী উদ্ধারঃ প্রাণহানি ১০৫১
- ‘এ-মৃত্যু উপত্যকা আমার দেশ না’