সংবাদ পরিক্রমা
- বাংলাদেশে স্কুল-ছাত্র বোঝাই ট্রাক উল্টে জলে ডুবে গিয়ে ৪৪ জনের মৃত্যু
ইউকেবেঙ্গলি, ১১ জুলাই ২০১১, সোমবারঃ বাংলাদেশের চট্টগ্রামে ফুটবল প্রতিযোগিতা শেষে বাড়ী ফেরার পথে স্কুল-ছাত্র ভর্তি একটি ট্রাক উল্টে গিয়ে পাশের ডোবায় পড়লে ৬০-৬৫ যাত্রীর মধ্যে ৪১ স্কুল-ছাত্র সহ ৪৪ জনের মৃত্যু ঘটে। পড়ন্ত অবস্থায় চালকের দায়িত্বে থাকা ‘হেল্পার’ লাফিয়ে পড়ে আত্ম-রক্ষা করে।
বাংলাদেশী ও আন্তর্জাতিক সংবাদ-মাধ্যমগুলো জানাচ্ছে, সোমবার স্থানীয় সময় দুপুর পৌনে দুটোর দিকে চট্টগ্রামের মিরেশ্বরাইয়ে ফুটবল খেলা দেখে ভাড়াটে ট্রাকে ছাত্ররা নেচে-গেয়ে যখন বাড়ী ফিরছিলো, তখন কাদাযুক্ত রাস্তায় পিছলে গিয়ে অদক্ষ হাতের ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। অগভীর জলের খালে পড়া সত্ত্বেও শিশুরা উদ্ধার পায়নি উল্টে যাওয়া ট্রাকটির চার-পাশে উঁচু ঘেরা থাকার কারণে।
দুর্ঘটনাটি ঘটার পর-পরই স্থানীয় উদ্ধার কর্মীরা জলে-ডোবা ট্রাকটি থেকে শিশুদেরকে উদ্ধার করেন, কিন্তু কচি প্রাণগুলো ধরে রাখার জন্য এ-সময়টুকুও অনেক দেরী।
অনেক পরে বিকেলের দিকে আসেন সেনাবাহিনী উদ্ধারকারী ও নৌবাহিনীর ডুবুরীর দলের জোয়ানরা। কিন্তু তার আগেই জলে-ডোবা শিশুদের তুলে ৬৫ কিলোমিটার দূরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু দুর্ঘটনা, উদ্ধার ও চিকিৎসা পাবার মধ্য ব্যয়িত সময়ের কারণে কাউকে বাঁচানো সম্ভব হয়নি।
বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনার জন্য তাদের মর্ম-বেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশে সড়ক ও যানবাহন সম্পর্কিত নিরাপত্তা বিধি-বিধান থাকলেও সেগুলো তেমন মানা হয় না বলে প্রতি বছরই প্রচুর সংখ্য মানুষের অকালে মৃত্যু হয়।