সংবাদ পরিক্রমা
- বাংলাদেশ ভেদ করে উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে টেলিযোগাযোগ গড়তে চায় ভারত
ইউকেবেঙ্গলি - ২২ জানুয়ারি ২০১৪, বুধবারঃ ভৌগলিক কারণে দুর্গম্য ও অনুন্নত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় বাংলাদেশের মধ্য দিয়ে টেলিযোগাযোগ স্থাপন করার সম্ভাবনা খতিয়ে দেখছে ভারত। গত পরশু দেশটির প্রধানমন্ত্রী অফিস থেকে প্রকাশিত এক বিবৃতি এ-তথ্য জানানো হয়েছে।
বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ-কবলিত পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কেন্দ্রীর সরকারের প্রভাব বাড়াতে ব্যাপক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে ভারত। কেদ্রীয় সরকারের পরিকল্পনা-মতে, উত্তর-পূর্বাঞ্চলের সাথে অবশিষ্ট ভারতের যোগাযোগ বাড়াতে সড়ক, রেইল, বিমান ও টেলিযোগাযোগ ব্যাপকভাবে বাড়ানো হবে। নতুন বিদ্যুৎ উৎপাদনের জন্যও পদক্ষেপ নেয়া হবে - আর অংশ হিসেবে জলবিদ্যুৎকে গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, এ-অঞ্চলে প্রস্তাবিত টিপাইমুখ জলিবিদ্যুৎ কেন্দ্র নিয়ে ভারত ও বাংলাদেশে ব্যাপক গণ-বিরোধিতা রয়েছে।
২০ তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সভার শুরুতে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, "উত্তর-পূর্বাঞ্চলের অবকাঠামো উন্নয়নকে সে-অঞ্চলের সার্বিক উন্নয়ন-কৌশলের এবং [ভারতের] অন্যান্য অংশের সাথে যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখছে [কেন্দ্রীয়] সরকার।" এ-সভায় উপস্থিত ছিলেন আসাম, মণিপুর, মিজোরাম-সহ সকল পূর্বাঞ্চলীয় রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
নাম-অপ্রকাশিত একজন সরকারী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের ইংরেজী দৈনিক ঢাকা ট্রিবিউন জানিয়েছে, বাংলাদেশ থেকে ইণ্টারনেট ব্যাণ্ডউইড্থ আমদানীর প্রস্তাব দিয়েছিলো ভারত গত বছর। তবে বাংলাদেশের আখাউরা থেকে ভারতে সংযুক্ত হওয়ার সে-প্রস্তাবের ব্যাপারে এখনও চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। ঐ কর্মকর্তা আরও জানান যে নেপাল ও ভূটানও বাংলাদেশ থেকে ইণ্টারনেট ব্যাণ্ডউইড্থ আমদানীর আগ্রহ প্রকাশ করেছে।