সংবাদ পরিক্রমা
- বিদ্রোহীদেরকে দেয়া গোলাতেই আক্রান্ত তুরষ্কঃ সিরিয়ায় পাল্টা-গোলাবর্ষণ অব্যাহত
ইউকেবেঙ্গলি - ৯ অক্টোবর ২০১২, মঙ্গলবারঃ গত বুধবার সিরিয়া-তুরষ্ক সীমান্ত অতিক্রম করে তুরষ্কে এসে পড়া গোলাটি তুরষ্কই দিয়েছিল সিরিয়ার ইসলামবাদী বিদ্রোহীদেরকে। তুরষ্কের ইউর্ত সংবাদপত্রের এক সম্পাদকীয়তে আজ এ-দাবি করা হয়েছে। এছাড়াও লাইভলীক নামের একটি 'ভিডিও ফাঁস-কারী' ওয়েবসাইটেও এ-মর্মে বিদ্রোহী ফ্রী সিরিয়ান আর্মির একটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে।
পত্রিকাটি দাবি করেছে ন্যাটোর নকশায় নির্মিত এ-ধরলের গোলা মধ্য-প্রাচ্যে কেবলমাত্র ন্যাটো-ভূক্ত তুরষ্কের কাছেই রয়েছে। বুধবার সিরিয়া থেকে আসা গোলাটি তুরষ্কের একটি বাড়িতে আঘাত করলে ৪ শিশু-সহ অন্ততঃ ৫ জন প্রাণ হারান। এ-ঘটনার জন্য সিরিয়ার সরকারকে দায়ী করে তুরষ্ক পালটা গোলা-বর্ষণ শুরু করে আজ পর্যন্ত অব্যাহত রেখেছে।
উল্লিখিত গোলাটি সিরিয়ার সেনারা ছুঁড়েছিলো কি-না প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে পারেনি দেশটির সরকার। তবে, প্রাণ-হারানোদের প্রতি সমবেদনা জানিয়ে তদন্ত শুরু করেছে।
তুরষ্কের সংসদ ইতোমধ্যেই সিরিয়ার অভ্যন্তরে সামরিক হামলার অনুমোদন দিয়েছে। প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল বলেছেন, 'যা-যা করার দরকার তা করে হচ্ছে এবং হবে'।
বিশ্লেষকরা মনে করছেন, তুরষ্ক ও সিরিয়ার মধ্যে সীমান্তে গোলা-বিনিময় অব্যাহত থাকলে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- ব্রিটেইন ও জার্মানীর গোয়েন্দারা কাজ করছেন সিরিয়ার আল-কায়েদা বিদ্রোহীদের পক্ষে
- সিরিয়ার সংঘাত লেবাননেঃ শিয়া গোত্র আটক করেছে তুর্কী ও সিরীয় সুন্নি যোদ্ধা
- সিরিয়ার বিদ্রোহীদেরকে ৬৫ কোটি টাকা দিবে ব্রিটেইনঃ 'কারও পক্ষ নিচ্ছি না' - বিদেশ-মন্ত্রী
- সিরিয়ার জল-সীমায় মুখোমুখি রাশিয়া-যুক্তরাষ্ট্রঃ আরেকটি যুদ্ধ কি প্রত্যাসন্ন?
- সিরিয়া গৃহযুদ্ধঃ প্রেসিডেন্ট আসাদের সমর্থনে সংখ্যালঘু খ্রিষ্টানদের অস্ত্র-ধারণ