সংবাদ পরিক্রমা
- বিশ্বব্যাঙ্কের প্রতিদ্বন্দ্বী 'উন্নয়ন-ব্যাঙ্ক' প্রতিষ্ঠার ঘোষণা ব্রিক্সেরঃ বহুমেরুর দিকে এগুচ্ছে পৃথিবী?
ইউকেবেঙ্গলি - ২৭ মার্চ ২০১৩, বুধবারঃ বিশ্বব্যাঙ্ক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আধিপত্য কমাতে নিজস্ব 'উন্নয়ন-ব্যাঙ্ক' প্রতিষ্ঠা করবে উন্নয়নশীল দেশগুলোর পাঁচদেশীয় জোট ব্রিক্স। গতকাল দক্ষিণ আফ্রিকার ডার্বানে সংগঠনটির পঞ্চম বার্ষিক সম্মেলনে এ-ঘোষণা দেয়া হয়েছে।
বিশ্ব-অর্থনীতিতে উদীয়মান পাঁচ শক্তি - ব্রাসিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ইংরেজি নামের অদ্যাক্ষর সাজিয়ে নামকরণ করা হয়েছে ব্রিক্সের। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেণ্ট জ্যাকব জ়ুমা বলেন, 'বেশি দিন আগের কথা নয় যখন আমরা একটি উন্নয়ন ব্যাঙ্ক গঠনের আলোচনা করেছিলাম, এখন আমরা তা চালু করতে প্রস্তুত'।
ব্রিক্সের সদস্যরা অনেকদিন যাবত বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ সংস্কারের দাবি করে আসছেন। বিশ্লেষকরা বলছেন, ব্রিক্স শুধুমাত্র অর্থনৈতিক ভারসাম্যে পরিবর্তনই নয়, আন্তর্জাতিক রাজনীতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও বহুমেরুর বিশ্ব গঠনে ভূমিকা রাখবে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- ইরানের সাথে পরমাণু-প্রকল্প নিয়ে আলোচনাঃ ছাড় দিতে রাজি ছয় পরাশক্তি
- প্রেসিডেন্ট পুতিনের 'গুরুত্বপূর্ণ' ভারত সফরঃ প্রায় পাঁচশো' কোটি ডলারের সামরিক চুক্তি
- ভিয়েতনাম, কিউবা ও সেশেল-দ্বীপে নৌঘাঁটি বসাবে রাশিয়া
- আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতেরঃ পক্ষপাতিত্বের অভিযোগ পশ্চিমের বিরুদ্ধে
- পঞ্চ পাণ্ডব ব্রিকসের সভা দিল্লিতেঃ ডলার, বিশ্বব্যাঙ্ক ও আইএমএফের বিকল্প বিবেচনা