সংবাদ পরিক্রমা
- ব্রিটেইনে বেকারত্বে ঊর্ধ্বগতিঃ তিন মাসে ৩৮,০০০ বেড়ে বর্তমানে ২.৪৯ মিলিয়ন
ইউকেবেঙ্গলি, ১৭ অগাস্ট ২০১১, বুধবারঃ অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স আজ বুধবার জুন মাসের হিসাব প্রকাশ করেছে যে, তিন মাসে বেকারত্ব ৩০ হাজার বেড়ে বর্তমানে ২.৪৯ মিলিয়নে দাঁড়িয়েছে। শতকরা হিসেবে তা ৭.৮% থেকে ৭.৯%-এ উল্লম্ফন।
এ-হিসাব করা হয়েছে সরকারেরই পছন্দনীয় পদ্ধতিতে। এতে হিসেব করা হয়েছে তাঁদেরকে যারা চাকুরী হারা এবং সক্রিয়ভাবে চাকুরী খুঁজছে। কাগজে-পত্র এ-হিসাব ৭.৯% বা প্রায় ২৫ লাখ হলেও, বাস্তবে তা হবে অনেক বেশি। কারণ, মোট চাকুরী-হারা ও চাকুরী সন্ধানের সবটুকুই লিপিবদ্ধ নয় বলে পরিসংখ্যানের আওতা থেকে বাদ পড়ে গিয়ে থাকতে পারে।