সংবাদ পরিক্রমা
- ভারতের সেনা-প্রধানের বাংলাদেশ সফরঃ লক্ষ্য 'সম্পর্কোন্নয়ন'
ইউকেবেঙ্গলি - ২ অক্টৌবর ২০১২, মঙ্গলবারঃ দেড় বছরের মাথায় দ্বিতীয় বারের মতো বাংলাদেশ সফর করছেন ভারতের সেনা-প্রধান জেনারেল বিক্রম সিং। আজ ৪-দিনের এক সরকারী সফরে তিনি ঢাকা পৌঁছেছেন। খবর জানিয়েছে প্রেস ট্রাস্ট অফ ইণ্ডিয়া (পিটিআই) ও জ়ী নিউজ।
'বাংলাদেশের সেনা-প্রধান জেনারেল ইকবাল করিম ভূইঞার আমন্ত্রণে জেনারেল সিং বাংলাদেশে আসছেন' বলে পিটিআই-কে জানিয়েছেন বাংলাদেশের সেনা-দপ্তরের একজন মুখপাত্র।
২০১১ সালের ফেব্রুয়ারীতে সিং এসেছিলেন বাংলাদেশে - সে-সময় তিনি ভারতের ইস্টার্ণ কমাণ্ডের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর উদ্যোগে সে-বছর বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদ্যাপন করতে থেকে দেশটির মুক্তিযোদ্ধাদের একটি দল ভারত সফর করেন।
বাংলাদেশ সফর-কালে জেনারেল সিং সে-দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষার তিন বাহিনীর প্রধানগণ-সহ অনেক রাজনৈতিক ও সামরিক উচ্চ-কর্মকর্তার সাথে সাক্ষাত করবেন। ভারতের সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, 'বাংলাদেশের সাথে ভারতের ক্রমান্নয়নশীল সম্পর্কের আলোকে এ-সফর গুরুত্বপূর্ণ'।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- গুজরাত গণহত্যাঃ বিজেপির কোড়নানির ২৮ বছর, বজরঙ্গীর আমৃত্যু কারাদণ্ড
- বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতা হারানোর আশঙ্কা ভারতেরঃ পদ্মা-সেতু অর্থায়নের সম্ভাবনা
- গুজরাতে 'মুসলিম গণহত্যা' মামলার রায়ঃ বিজেপির প্রাক্তন মন্ত্রী-সহ ৩২ জন দোষী সাব্যস্ত
- অন্তঃকলহ নিরসনে মমতার নতুন নীতিঃ পশ্চিমবঙ্গে 'এক কারখানা এক ট্রেইড ইউনিয়ন'
- ভারতের পাহাড়ী পথে বাস পথচ্যুত হয়ে খাদেঃ বছরে সড়ক-দূর্ঘটনায় ১,১০,০০০ মৃত্যু