সংবাদ পরিক্রমা
- মধ্যপ্রাচ্যের ‘স্পয়েল্ড চাইল্ড’ ইসরায়েলঃ তেল-আবিবের সাথে সম্পর্ক স্থগিত আঙ্কারার
ইউকেবেঙ্গলি - ৬ সেপ্টেম্বর ২০১১, মঙ্গলবারঃ এক সময়কার ঘনিষ্ট বন্ধু ইসরায়লকে মধ্যপ্রাচ্যের ‘স্পয়েল্ড চাইল্ড’ বলে অবিহিত করে আজ মঙ্গলবার দেশটির সাথে নিজ-দেশের সব ধরণের সম্পর্ক সম্পূর্ণরূপে স্থগিত রাখার ঘোষণা দিলেন তুরস্কের প্রধানমন্ত্রী তায়িপ এরদোগান। গত বছর অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে মানবিক সাহায্য নিয়ে যাত্রা-করা বেসামরিক তুর্কী নৌবহরে ইসরায়েলী হামলায় ৯ নাগারিকের হত্যাকাণ্ডের সূত্র ধরে পতনশীল সম্পর্কের সর্বশেষ বিকাশ হচ্ছে এরোদগানের আজকের ঘোষণা।