সংবাদ পরিক্রমা
- মিউজিয়াম অফ লণ্ডন ডকল্যাণ্ডস্ ফ্যামিলি ফেষ্টিভ্যালে বাঙালী শিল্প-সংস্কৃতির প্রদর্শনী
ইউকেবেঙ্গলি, ৬ মার্চ ২০১৮ মঙ্গলবার - মিউজিয়াম অফ লণ্ডন ডকল্যাণ্ডস্ একটি ‘ফ্রী ফ্যামিলি ফেষ্টিভ্যাল’র মধ্য দিয়ে আসন্ন পয়লা বৈশাখ ও বাঙালী কৃষ্টির উৎসব উদযাপন করবে, যার মধ্যে থাকবে স্থানীয় কমিউনিটির সাথে সহযোগিতায় সংগঠিত বিভিন্ন শিল্পক্রিয়া ও কর্মশালা।
বাঙালী বসন্ত উৎসব
স্থানঃ মিউজিয়াম অফ লণ্ডন ডকল্যাণ্ডস্
No1 Warehouse, West India Quay, London E14 4AL
তারিখঃ শনিবার ৩১শে মার্চ ও রোববার ১লা এপ্রিল ২০১৮
সময়ঃ দুপুর ১২টা থেকে ৪টা
বিনামূল্যে প্রবেশ
শনি-রোববারের এ-উৎসবে আগতরা উপভোগ করবেন প্রখ্যাত তবলা ও ঢোলক শিল্পী ইউসুফ আলী খানের মনোনীত-সমর্থিত স্থানীয় শিল্পীদের গান ও নাচ। সেখানে আরও থাকবে হস্তশিল্পকর্ম ও কর্মশালা এবং কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে শিল্প-সাংস্কৃতি বিষয়ক আলাপ-আলোচনা।
লণ্ডনের ডকল্যাণ্ডস্ ও বাঙালী পরিব্রাজকদের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের অনুসন্ধান করে শনিবার ৩১শে মার্চ আলাপ-আলোচনা পরিচালনা করবেন পুরস্কার বিজয়ী ইতিহাস-আশ্রিত উপন্যাস ‘লস্কর’-এর লেখিকা সাহিদা রহমান।
এছাড়াও, পূর্ব-লণ্ডনে বাঙালী সংস্কৃতির অভিঘাত বিষয়ে আলোচনার আয়োজন করবে স্বাধীনতা ট্রাষ্ট। ২০০০ সালে প্রতিষ্ঠিত সংগঠন এই স্বাধীনতা ট্রাষ্ট তরুণ-তরুণীদের মধ্যে বাঙালী ইতিহাস ও ঐতিহ্য প্রসারের জন্যে কাজ করে থাকে।
আরও প্রদর্শিত হবে ২০১৭ সালের নির্মিত স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য লিজেণ্ড অফ দ্য লূম’, যাতে বর্ণিত রয়েছে বিশ্বের সর্বোৎকৃষ্ট পোশাক-পরিচ্ছদের ভাণ্ডারে বাঙালী সমাজের উৎপাদিত বস্ত্রের ২০০০ বছরের যাত্রা।
আরও থাকবে নানা প্রকারের পরিবার-বান্ধব কর্মকাণ্ড, যার মধ্যে রয়েছেঃ
- বিনামূল্যে হেনা (মেহেদি) উল্কি আঁকা
- বসন্তকালীন হেডড্রেস তৈরি, প্রিণ্টিং ওয়ার্কশপ ও অন্যান্য হস্তশিল্পকর্ম
- বাঙালী বসন্তকালীন গল্পের বৈঠক
- কবিতা কর্মশালা
- চানাচুর তৈরির মাষ্টারক্লাস
ফ্যামিলি ফেষ্টিভ্যাল কো-অর্ডিনেটর আইসলিং সের্যাণ্ট বলেন, “জাদুঘরের বাঙালী বসন্ত উৎসবে অভ্যাগতদের স্বাগত জানাতে আমরা উদ্দীপ্ত। ‘আর্টস কাউন্সিল ইংল্যাণ্ড’-এর সাথে কাজের অংশ হিসেবে আমাদের ফ্যামিলি-ফেষ্টিভ্যাল কর্মসূচি পূর্বলণ্ডন ও চারপাশের বারাসমূহের স্থানীয় কমিউনিটিগুলোর সাথে প্রতিনিয়ত সহযোগিতা করি ও সম্পৃক্ত হই। দেশের তরুণতম জনসংখ্যা ও স্পন্দনশীল সংস্কৃতির একটি হিসেবে টাওয়ারহ্যামলেটসের মধ্যে বাঙালী কমিউনিটিকে পেয়ে আমরা সৌভাগ্যবান।”
সংবাদ বিজ্ঞপ্তি