সংবাদ পরিক্রমা
- মিসরাতা কব্জা করার দাবী সরকারী-বাহিনীরঃ প্রধান গোত্রগুলোর সমর্থন গাদ্দাফির প্রতি
ইউকেবেঙ্গলি , ১৭ অগাস্ট ২০১১, বুধবারঃ প্রায় ছ'মাস যাবত বিদ্রোহী-কবলিত ও সরকারী-বাহিনী দ্বারা অবরুদ্ধ পশ্চিমাঞ্চলের বন্দর-নগরী মিসরাতা গতকাল লিবিয়ার সরকারের নিয়ন্ত্রণে এসেছে। একাধিক সূত্র সরকারের মুখপাত্র ডঃ মুসা ইব্রাহীমের এ-মর্মে দেয়া বক্তব্য নিশ্চিত করেছে। তবে প্রাপ্ত সংবাদ-মতেনগরীর কয়েকটি প্রান্তে বিচ্ছিন্নভাবে এখনও সংঘর্ষ চলছে।
সরকারী সেনাদের এ-বিজয়ের ফলে মিসরাতার সশস্ত্র বিদ্রোহীরা এখন আটকা পড়েছে মিসরাতা ও তাবেরঘা শহরের মাঝে। সরকারী বাহিনী মিসরাতার বন্দর-সহ প্রায় পঁচাত্তর থেকে আশি শতাংশ নিয়ন্ত্রণ করছে বলে জানা গেছে। উল্লেখ্য, এ-বন্দর দিয়ে বিদ্রোহীরা বিদেশ থেকে অস্ত্র ও অন্যান্য সামগ্রীর সরবরাহ পেয়ে আসছিলো।
গতকাল লিবিয়ার প্রায় দু'শো গোত্রের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গোত্র-নেতৃবৃন্দ লিবিয়ার সরকার ও জনরাষ্ট্র-বিপ্লবের নেতা মুয়াম্মার গাদ্দাফির প্রতি তাদের সমর্থন পুনর্ব্যাক্ত করেছেন। তাঁদের মধ্যে ছিলেন ওয়াফালা, তারহোনা, স্লিতান ও ওয়াশাফানা গোত্রের নেতারা। লিবিয়ার অন্যতম বৃহৎ এ-চারটি গোত্রের সদস্য-সংখ্যা দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।
মিসরাতা নগরীকে বিদ্রোহী-মুক্ত করতে এ-গোত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানা গেছে। গোত্র-নেতারা বলেছেন, যাবাই, গুর্জান, সোর্মান ও সাব্রাথা এখন 'শত্রু-মুক্ত'। তারা আরও জানিয়েছেন, তাদের গোত্রসমূহের পরিবারবর্গ সরকারী সেনাদের পাশাপাশি লড়াই করছে।
এদিকে বিদ্রোহীদের বর্তমান কমান্ডার খলিফা হাফতার - যিনি প্রায় বিশ বছর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে বসবাস করেছেন এবং দীর্ঘদিন সিআইএ'র হয়ে কাজ করেছেন বলে বলা হয় - সরকারী বাহিনীর হাতে ধৃত হয়েছেন বলে অনিশ্চিত-সূত্রে খবর পাওয়া গেছে। গতমাসে অন্তর্সংঘাতে বিদ্রোহীদের কমান্ডার জেনারেল আব্দুল ফাত্তাহ ইউনুস উচ্চপদস্থ দু'জন সামরিক কর্মকর্তা-সহ নিহত হওয়ার পর বিদ্রোহীরা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে কমান্ডার হিসেবে ঘোষণা না করলেও অনানুষ্ঠানিকভাবে হাফতারই এখন বিদ্রোহী-সিপাহ্সালার।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- লক্ষ-লোকের সমাবেশে গাদ্দাফিঃ লিবিয়ার জনতা এ-লড়াই ইউরোপে নিয়ে যেতে সক্ষম
- লিবিয়া আক্রমণে এ-পর্যন্ত ব্যয় ২৫০ মিলিয়ন পাউন্ডঃ আরও চালাতে চান ক্যামেরোন
- গাদ্দাফিকে ‘ক্ষমতা’য় রেখেই যুদ্ধবিরতি রাজনৈতিক সমাধান চান আরব লীগের প্রধান
- লিবিয়া যুদ্ধঃ অসুবিধার কথা বলে নৌ-প্রধান ভর্ৎসিত হলে সরকার-প্রধানের কাছে
- লিবিয়ায় যুদ্ধ-বিরতিঃ আফ্রিকা ইউনিয়নের প্রস্তাব ও পশ্চিমা পরাশক্তির বাধা