সংবাদ পরিক্রমা
- মুর্সি-সমর্থকদের প্রতি সহিংসতাঃ মিসরের অন্তর্বতীকালীন উপ-প্রেসিডেণ্ট এলবারাদির 'পদত্যাগ'
ইউকেবেঙ্গলি - ১৪ অগাস্ট ২০১২, বুধবারঃ মিসরের নির্বাচিত প্রেসিডেণ্ট সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর উপ-প্রধানমন্ত্রী পদে নিযুক্ত মোহাম্মদ এলবারাদি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ইণ্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইট্যারে দ্রুত গতিতে এ-প্রসঙ্গে শতো-শতো ট্যুইট বা ক্ষুদে বার্তা প্রকাশিত হচ্ছে।
দৃশ্যতঃ পুলিসের ব্যাপক বলপ্রয়োগে অন্ততঃ প্রায় দেড় শতাধিক ব্যাক্তি নিহত হওয়ার প্রতিবাদে এলবারাদি পদত্যাগ করেছেন। এর আগে যুক্তরাষ্ট্র পুলিসের এ-কাণ্ডকে নিন্দা করে বিবৃতি দেয়। ট্যুইটারে প্রকাশিত এক বিবৃতিতে হোয়াইটহাউজের একজন মুখপাত্র জোশ আর্নেস্ট বলেছন, 'সহিংসতা মিসরকে স্থায়ী স্থিতিশীলতা ও গণতন্ত্রের পথে এগিয়ে নেয়াকে আরও কঠিন করবে কেবল'। তিনি আরও বলেন, 'আমরা কঠোরভাবে জরুরী অবস্থার ফিরে আসার বিরোধীতা করি'।
পদত্যাগ-পরবর্তী প্রথম প্রতিক্রিয়ায় শান্তিতে নোবেলজয়ী জাতিসঙ্ঘের প্রাক্তন এ-কর্মকর্তা বলেন, 'আরও শান্তিপূর্ণ উপায়ে সংকটের সমাধান সম্ভব ছিলো'। পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, 'যে-সিদ্ধান্তে আমার আপত্তি ছিলো তার দায়ীত্ব নিতে আমি অপারগ'। অন্তর্বর্তীকালীন প্রেসিডেণ্ট আদলি মানসুরের কাছে লেখা পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন যে, আজ যা ঘটলো তাতে যারা সহিংসতা ও সন্ত্রাস চায় তারাই লাভবান হবে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- মুর্সি-সমর্থক-উচ্ছেদ অভিযানে '১৪৯ নিহত' মিসরেঃ এক মাসের জরুরি অবস্থা ঘোষিত
- মিসরে টেকনোক্র্যাট সরকারঃ হাজেম প্রধানমন্ত্রী ও এলবারাদি উপ-রাষ্ট্রপতি
- মিসরে গণ-অভ্যূত্থানঃ এক কদম আগে ও দু’কদম পিছে
- মিসরে 'নির্বিচার' গুলিঃ ১২০ নিহতের দাবি মুসলিম ব্রাদারহূডের, সরকার বলছে ২১
- জনগণকে রাজপথে বিক্ষোভ প্রদর্শনের আহবান মিসরের সেনাপ্রধানের