সংবাদ পরিক্রমা
- যুক্তরাজ্যে ইইউ রেফারেণ্ডামঃ জনমত 'অকস্মাৎ' ব্রেক্সিটের পক্ষে
ইউকেবেঙ্গলি - ১২ জুন ২০১৬, রোববারঃ ইউরোপীয় ইউনিয়নে থাকা না-থাকা প্রশ্নে ২৩শে জুন অনুষ্ঠিতব্য গণভৌট বা রেফারেণ্ডাম উপলক্ষ্যে পরিচালিত এক জনমত যাচাই জরিপে 'ইইউ ছাড়তে চাই' পক্ষ ১০ পয়েণ্টে এগিয়ে গিয়েছে।
দ্য ইণ্ডিপেণ্ডেণ্ট পত্রিকার জন্য গবেষণা সংস্থা ওআরবি ইণ্টারন্যাশনাল এ-জরিপটি করেছে, যাতে ২০৫২ জনের মতামত নেওয়া হয়। জরিপের ৪৫ শতাংশের সমর্থ নিয়ে প্রথমবারের মতো 'ইইউতে থাকতে চাই' পক্ষ এতোটা পিছেয়ে পড়লো। এক বছরে আগে এমনই একটি জরিপে 'থাকতে চাই' পক্ষ ১০ পয়েণ্টে এগিয়ে ছিলো।
যদিও ৫৫ শতাংশ অংশগ্রহনকারী 'ছাড়তে চাই' পক্ষে সমর্থন জানিয়েছে, তবে ৮০ শতাংশ উত্তরদাতাই মনে করেন, ইইউ থেকে বেরিয়ে গেলে যুক্তরাজ্য অন্ততঃ কিছুটা হলেও ঝুঁকিতে পড়বে। বিপরীতে মাত্র ১৯ শতাংশ মনে করেন 'ব্রেক্সিট' ঘটলে যুক্তরাজ্য কোনও ঝুঁকিতে পড়বে না। আরও একটি বিষয়ে উভয় পক্ষের বেশিরভাগ সমর্থক সহমত হয়েছেন যে, দু'পক্ষই অত্যন্ত নেতিবাচক প্রচারাভিযান পরিচালনা করছে।
ইইউতে থাকার পক্ষে সমর্থন - সংখ্যানুপাতিক হিসেবে - যুক্তরাজ্যের চার দেশের মধ্যে স্কটল্যাণ্ডে বেশি। অন্ততঃ ৬০% স্কটিশ এ-পক্ষে রয়েছেন। বিপরীতে বেরিয়ে যাওয়ার পক্ষে বেশি সমর্থক বাকি তিন দেশের সবগুলোতেই।
গণভৌটের আর মাত্র দশ দিন বাকি আছে ফলে উভয় পক্ষই তাদের প্রচারাভিযানের তীব্রতা বাড়িয়েছে। এমন অবস্থায় জনমত ঘুরে যাওয়াতে বেকায়দায় পড়েছেন প্রধানমত্রী ডেইভিড ক্যামেরোন যিনি 'থাকতে চাই' পক্ষে রয়েছেন। বিশ্লেষকরা মনে করছে, যদি ভৌটাররা শেষ পর্যন্ত ইইউর সাথে সম্পর্ক ছেদের পক্ষেই রায় দেন, তবে ক্যামেরোন পদত্যাগ করতে পারেন।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- গ্রীসে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটঃ বেকারত্ব ২০ শতাংশের নিচে আনতে ১০ বছর লাগবে
- সিরিয়ার বিদ্রোহীদেরকে অস্ত্র দেয়ার নিষেধাজ্ঞা তুলে নিলো ইউরোপীয় ইউনিয়ন
- সিরিয়ার বিদ্রোহীদেরকে অস্ত্র দিতে চায় ব্রিটেইন-ফ্রান্সঃ অনাগ্রহী জার্মানী-অস্ট্রিয়া-সুইডেন
- পশ্চিমা অর্থনৈতিক অবরোধের জবাবে রাশিয়াঃ যুক্তরাষ্ট্র-কানাডা-ইইউ'র কৃষি পণ্য আমদানি নিষিদ্ধ
- ক্রাইমিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি পুতিনেরঃ রাশিয়া ও ক্রাইমিয়ার উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও ইইউ'র