সংবাদ পরিক্রমা
- যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ফলে ইরাকে প্রায় পাঁচ লাখ প্রাণহানি
ইউকেবেঙ্গলি - ১৬ অক্টোবর ২০১৩, বুধবারঃ ইরাকে যুক্তরাষ্ট্রের আক্রমণের প্রত্যক্ষ ও পরোক্ষ ফলরূপে ২০০৩ সালে থেকে ২০১১ পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এ-দাবি করেছে গতকাল প্রকাশিত পিএলওএস মেডিসিনের এক গবেষণা-প্রতিবেদন।
ইরাকে ২০০৩ সালে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের সামরিক আক্রমণ ও দীর্ঘদিন ধরে চলমান সহিংসতায় নারী, শিশু ও বৃদ্ধ-সহ অন্ততঃ ৪,৬০,০০০ ব্যক্তি নিহত হয়েছে। গবেষণায় বলা হয়, প্রাণহানির ৩৫ শতাংশের জন্য সরাসরি হানাদার বাহিনী দায়ী।
প্রেসিডেণ্ট সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতি ও পরে প্রাণদণ্ড ঘটলে ইরাক রাষ্ট্রের কাঠামো ভেঙ্গে পড়ে। কর্তৃপক্ষীয় নেতৃত্বের অনুপস্থিতিতে দ্রুত শিয়া-সুন্নি সাম্প্রদায়িক সঙ্ঘাত শুরু হয়, যা এখনও চলছে। পিএলওএস-এর গবেষণার ফলাফলে দেখা গিয়েছে, মোট প্রাণহানির ৩২ শতাংশ ঘটেছে সাম্প্রদায়িক সহিংসতায়।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- সিআইএ'র গোপন দলিল অবমুক্তঃ ইরানে রাসায়নিক অস্ত্র ব্যবহারে ইরাককে 'সাহায্য করেছিলো' যুক্তরাষ্ট্র
- সিরিয়া-সমঝোতাঃ বিদায়, বিশ্বের একমেরুতা!
- যুক্তরাষ্ট্রকে পুতিনের হুঁশিয়ারিঃ জাতিসঙ্ঘকে এড়িয়ে সিরিয়ায় হামলাকে 'আগ্রাসন' গণ্য করবে রাশিয়া
- সিরিয়ার সরকার উৎখাতে জিহাদীদেরকে সরাসরি অস্ত্র দিবে যুক্তরাষ্ট্রঃ নৌ-ফ্লাই-জৌন আরোপের সম্ভাবনা
- পিছু হটছে আল-কায়েদাঃ জাতিসঙ্ঘের অনুমতি ছাড়াই সিরিয়া আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র