সংবাদ পরিক্রমা
- যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে যুদ্ধ জাহাজ পাঠাবার পরিকল্পনা ইরানের
ইউকেবেঙ্গলি - ৪ সেপ্টেম্বর ২০১২, মঙ্গলবারঃ ইরানের নৌবাহিনীর প্রধান এ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারী বলেছেন যে, তাঁর দেশ ‘আগামী কয়েক বছরের মধ্যে মার্কিন যুক্ররাষ্ট্রের উপকূলে কাছে আন্তর্জাতিক জল-সীমায় যুদ্ধ জাহাজ পাঠাবার পরিকল্পনা গ্রহণ করেছে। খবর এসৌসেয়েট প্রেস - এপি’র।
আজ রাষ্ট্রীয় টেলিভিশন দেয়া এক সাক্ষাতকারে পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া প্রকাশে এক পর্যায়ে তিনি উল্লিখিত পরিকল্পনার কথা বলেন। উল্লেখ্য, পারস্য উপসাগেরের বিপরীত দিকে বাহরাইনে বহাল রয়েছে মার্কিন পঞ্চম নৌবহর, যা এ-মাসেই যুদ্ধ-মহড়া শুরু করবে।
মার্কিন উপকূলের কাছে যুদ্ধজাহাজ পাঠাবার পরিকল্পনার কথা ইরান আগেও বলেছে, তবে এর কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা কখন বাস্তবায়িত হবে তা এখনও অনুল্লিখিত।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- ইরানে শুরু হলো জোট-নিরপেক্ষ আন্দোলনের ষোড়শ শীর্ষ সম্মেলন
- ইরানের পারমাণবিক-প্রকল্পে সাইবার হামলাঃ যুক্তরাষ্ট-ইসরায়েলের 'যৌথ অপারেশন'
- ধৃত ড্রৌনের নকল তৈরি করতে শুরু করেছে ইরানঃ 'অসম্ভব কাজ' দাবী যুক্তরাষ্ট্রের
- ইরানী বিজ্ঞানী হত্যায় মার্কিন ও ব্রিটিশ সংশ্লিষ্টতার অভিযোগঃ দু-দেশকে চিঠি
- গাড়ী-বোমা হামলায় ইরানের পরমাণু-বিজ্ঞানী নিহতঃ ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ