সংবাদ পরিক্রমা
- রাশিয়ার ভল্গোগ্রাদে পর-পর দু'দিন আত্মঘাতী বোমাঃ ৩৩ নিহত
ইউকেবেঙ্গলি - ৩০ ডিসেম্বর ২০১৩, সোমবারঃ গতকাল ও আজ রাশিয়ার ভল্গোগ্রাদ (প্রাক্তন স্ট্যালিনগ্রাদ) শহরে আত্মঘাতী বোমার হামলা চালানো হয়েছে। এখনও কেউ এ-ঘটনায় দায়ীত্ব স্বীকার বা কৃতিত্ব দাবী করেনি, তবে কর্তৃপক্ষ অনুমান করছে মুসলিম অধ্যুষিত দাগেস্তানের চরমপন্থী কোনও সংগঠনের এর পেছনে থাকতে পারে। দু'দিনের হামলায় এ-পর্যন্ত ৩৩ জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
গতকাল অজ্ঞাতনামা এক আত্মঘাতী বোমা-হামলাকারী ভল্গোগ্রাদ-১ রেইল স্টেশনের অভ্যন্তরে একটি বোমার বিষ্ফোরণ ঘটায়। এতে হামলাকারী-সহ মোট ১৮ জন মারা গিয়েছেন এবং ৪৪ জন আহত হয়েছেন। রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন গতকাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন।
প্রেসিডেণ্টের নির্দেশনা-মতে নিরাপত্তা বৃদ্ধিতে ব্যবস্থা নেওয়ার পরও আজ একই শহরে আবারও বোমা-হামলা হয়েছে। এবার আক্রমণের লক্ষ্যে একটি বিদ্যুৎচালিত ট্রলিবাস। রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটীর ভ্লাদিমির মার্কিনের উদ্ধৃতি দিয়ে রাশিয়া টুডে টেলিভিশন জানায়, হামলাকারী দূর-নিয়ন্ত্রণ দিয়ে নয়, নিজ শরীরেই বোমাটির বিষ্ফোরণ ঘটায়। এতে এ-পর্যন্ত ১৫ জন প্রাণ হারিয়েছেন।
এ-বছরের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে রাশিয়ার সোচিতে, যা ভল্গোগ্রাদ থেকে প্রায় ৪০০ মাইল দূরে অবস্থিত। আত্মঘাতী বোমা-হামলার কারণে খেলাধূলার এ-বিশ্ব আসরের নিরাপত্তা বিঘ্নিত হবে কি-না এমন প্রশ্নের জবাবে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটীর প্রেসিডেণ্ট থমাস ব্যাচ বলেছেন, "আমি আত্মবিশ্বাসী, রাশিয়ার কর্তৃপক্ষ নিরাপদ একটি অলিম্পিক উপহার দিবেন।"
উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেণ্ট বাশারের পক্ষালম্বনে রাশিয়ার বিরত হওয়ার প্রস্তাব দিয়েছিলো সৌদি আরব। দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছিলো, এর বিনিমিয়ে তেলের বাজারে বিশেষ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন সৌদি গোয়েন্দা বিভাগের প্রধান যুবরাজ বন্দর বিন সুলতান। বন্দর বলেছিলেন, এতে রাশিয়া রাজি হলে, "শীতকালীন অলিম্পিকের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারি আমি। যে-চেচেন দলগুলো সেখানে আক্রমণের হুমকি দিচ্ছে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করি।"
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- সিরিয়া গৃহযুদ্ধঃ রাশিয়াকে ঘুষ-প্রস্তাব ও হুমকি প্রদান সৌদি আরবের
- রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটোর বৃহৎ যুদ্ধ-ক্রীড়াঃ অংশ নেবে সব সদস্য রাষ্ট্র
- সিরিয়া-সমঝোতাঃ বিদায়, বিশ্বের একমেরুতা!
- যুক্তরাষ্ট্রকে পুতিনের হুঁশিয়ারিঃ জাতিসঙ্ঘকে এড়িয়ে সিরিয়ায় হামলাকে 'আগ্রাসন' গণ্য করবে রাশিয়া
- লেবাননে ইরান দূতাবাসে আত্মঘাতি বোমা-হামলাঃ ২৩ নিহত দেড়শো আহত