সংবাদ পরিক্রমা
- রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটোর বৃহৎ যুদ্ধ-ক্রীড়াঃ অংশ নেবে সব সদস্য রাষ্ট্র
ইউকেবেঙ্গলি - ২ নভেম্বর ২০১৩, শনিবারঃ আজ থেকে পোল্যাণ্ড ও লাটভিয়ায় ৭,০০০ সৈন্য-যোগে ৬ দিনের এক বৃহৎ যুদ্ধ-ক্রীড়া শুরু করেছে পশ্চিমা পরাশক্তিগুলোর সামরিক জোট ন্যাটো। সদস্য কোনো দেশে বিদেশী আগ্রাসনের মুখে কীভাবে ও কতো দ্রুত ন্যাটো পাল্টা ব্যবস্থা নিতে পারে তার অনুশীলন করা হবে এতে। খবর রয়টার্স ও রাশিয়া টুডে'র।
আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে 'স্টেডফাস্ট জ্যাজ়' নামের এ-অনুশীলন, যাতে অংশ নেবে সকল ন্যাটোর সদস্য-রাষ্ট্রের সম্মিলনে গঠিত বিমান, পদাতিক ও নৌবাহিনী এবং কমাণ্ডোর মতো বিশেষ বাহিনী।
রাশিয়ার সীমান্তের কাছে প্রাক্তন সোভিয়েত দেশগুলোতে ন্যাটো যুদ্ধ-অনুশীলন এই প্রথম নয়। তবে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর শীতলদ-যুদ্ধ সমাপ্ত হলে ন্যাটোর এতো বড়ো অনুশীলন খুব কমই হয়েছে। এ-ধরণের যুদ্ধ-ক্রীড়ায় একটি কল্পিত পরিস্থিতিতে যুদ্ধকালীন কর্মকাণ্ড অনুশীলন করা হয়।
স্টেডফাস্ট জ্যাজ়ের কল্পিত পরিস্থিতিটি হচ্ছে সীমান্ত-মতানৈক্যকে কেন্দ্র করে নাম অনুল্লেখিত একটি দেশ এস্তোনিয়া আক্রমণ করেছে। এতে একটি সাইবার আক্রমণ অর্থাৎ ইণ্টারনেট ভিত্তিক আক্রমণও অন্তর্ভূক্ত থাকবে। ন্যাটোর কাজ হচ্ছে সে-সকল আক্রমণ প্রতিহত করে বিদেশী সেনাদেরকে পিছু হটতে বাধ্য করা। যদিও কল্পিত আগ্রাসী দেশের নামোল্লেখ করা হয়নি, তবে ভৌগলিক অবস্থান ও বিশ্বরাজনীতির প্রেক্ষাপটে এটি স্পষ্ট যে, তা হচ্ছে রাশিয়া।
গত কয়েক বছরে রাশিয়া তার সামরিক বাজেট ব্যপকভাবে বাড়িয়ে চলেছে। প্রেসিডেণ্ট পুতিন এ-বছরই বলেছেন, "রাশিয়ার জন্য নির্ভরযোগ্য একটি সেনা-শক্তি নিশ্চিত করা আমাদের রাষ্ট্রীয় নীতিতে অগ্রাধিকার পাচ্ছে"। আগামী ২০২০ সাল নাগাদ রাশিয়ার প্রতিরক্ষা বাজেট ৭০০ অর্বুদ (বিলিয়ন) মার্কিন ডলারে পৌঁছুবে।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- বন্দী সাইফ গাদ্দাফির বিচার শুরু লিবিয়ায়ঃ আন্তর্জাতিক আদালতও চায় বিচার করতে
- সিরিয়ায় সন্দেহিত রাসায়নিক অস্ত্র ব্যবহারঃ সরকারকে দোষ দিয়ে আক্রমণে প্রস্তুত ব্রিটেইন-যুক্তরাষ্ট্র
- সিরিয়ার বিদ্রোহীদেরকে ভারী অস্ত্র প্রদান পশ্চিমেরঃ জবাবে সমরশক্তি পাঠিয়েছে রাশিয়া
- তালেবানের সাথে শান্তি-আলোচনা যুক্তরাষ্ট্রেরঃ আফগানিস্তানের নিরাপত্তা-রক্ষার দায়িত্ব স্থানীয় বাহিনীকে প্রত্যার্পণ ন্যাটোর
- রাশিয়ার উদ্বেগের মাঝে জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ-ক্রীড়া 'অধীর সিংহ'