সংবাদ পরিক্রমা
- রাশিয়ায় প্রেসিডেন্টের সাথে দ্বন্দ্বের ফলে অর্থমন্ত্রী বরখাস্তঃ প্রসঙ্গ পুতিন
ইউকেবেঙ্গলি - ২৬ সেপ্টেম্বর ২০১১, সোমবারঃ মার্কিন যুক্তরাষ্ট্র সফর-কালে দেয়া এক সাক্ষাতকারে আগামী বছরে রাশিয়ার সম্ভাব্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন সরকারে যোগ দেবার সুযোগ নেই উল্লেখ করার কারণে অর্থমন্ত্রী অ্যালেক্সেই কুদ্রিন পদ হারিয়েছেন। আজ সোমবার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ অর্থমন্ত্রী কুদ্রিনকে পদত্যাগ করার নির্দেশ দেন। রাশান টিভি জানায়, প্রেসিডেন্ট মেদভেদভ এক ডিক্রিতে সাক্ষর করে কুদ্রিনের পদত্যাগ নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট মেদভেদেভ তাঁর নীতির সাথে সহমত না হতে পারলে অর্থমন্ত্রীত্ব থেকে কুদ্রিনের পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই বলে ঘোষণা করেন।
আপনার মন্তব্য
সম্পর্কিত অন্যান্য
- ক্যামেরোনের রাশিয়া সফরঃ গোয়েন্দা-হত্যা ইস্যুতে ভিন্নতা সত্ত্বেও সহযোগিতায় সম্মত
- ভ্লাদিমির পুতিন আবার প্রেসিডেন্ট হতে পারেনঃ হতে পারলে এবার ১২ বছরের জন্য
- আল-জাজিরার মহাপরিচালক ওয়াদা খানফারের স্থলে কাতারী রাজপুরুষ শেখ আহমেদ তানি
- বিশ্ব-পরিস্থিতি জটিলঃ রুশদের চুড়ান্ত পরিস্থিতির জন্য সতর্ক করলেন সেনাপ্রধান
- লিবিয়ান বিদ্রোহীদের প্রতি মার্কিন স্বীকৃতিঃ রাশিয়ার সমালোচনা